ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনা-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে বিভ্রান্তি

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 পাবনা-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে বিভ্রান্তি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আওয়ামী লীগের সম্ভাব্য পাবনা-৪ আসনের প্রার্থীদের মনোনয়ন যুদ্ধ ও পাল্টাপাল্টি বক্তব্যে সৃষ্ট পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা কঠিন হবে বলে সচেতন মহল মনে করছেন। নেতাদের নির্বাচনী মাঠে দেয়া বক্তব্য ও বিভিন্ন কর্মসূচী দেখে এবার ভোটারদের মধ্যে ভিন্ন ধারণার সৃষ্টি হয়েছে। ভোটার ও সচেতন মহল মনে করছেন, সম্ভাব্য প্রার্থীরা নিজের গুণকীর্তন করতে গিয়ে দলের মধ্যে বিভ্রান্তি ও গ্রুপিংয়ের প্রকাশ্য রূপ লাভ করেছে। এ অবস্থায় যে কাউকে প্রার্থী করা হলে অন্যরা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রবীণ শিক্ষক ও আওয়ামী লীগের কয়েক সদস্য বলেন, এমন একজনকে দলীয় প্রার্থী করা উচিত হবে যার পক্ষে সকল দ্বিধাদ¦ন্দ্ব ভুলে সকলেই নির্বাচনী কাজে অংশ নেবেন।
×