ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা দেশের সব বিজয়ের ঠিকানা ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 শেখ হাসিনা দেশের  সব বিজয়ের  ঠিকানা ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ গণজাগরণের জনপদ। তাঁর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সকল বিজয়ের ঠিকানা। তিনি দেশকে উন্নয়নের ধারায় প্রবহমান রেখেছেন, ধরিত্রীকে ধন্য করেছেন মানবিকতার উজ্জ্বল স্বপ্নাকাশে। একটি সরকারের স্থিতিকালের ধারাবাহিকতা প্রয়োজন। বিগত ১০ বছরে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হচ্ছে। এই অর্জনকে ধরে রাখতে আবারও দরকার শেখ হাসিনার সরকার। শুক্রবার সকালে আন্দরকিল্লায় নগর ভবন চত্বরে শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছেন। শিশু-কিশোরদের হাতে বছরের শুরুতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। উৎসব আয়োজনের উদ্বোধক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমন শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ আলোর ঝর্ণাধারায় উদ্ভাসিত হতো না। তাই শেখ হাসিনার জন্মদিন একটি মহোৎসবের দিন। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী বার্তা সম্পাদক একেএম জহুরুল ইসলাম বলেন, বাংলাদেশের জয়যাত্রার সফল রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য থেকে শুরু করে প্রাপ্তির পূর্ণতায় বাংলাদেশ আলোকিত করেছেন। কোন বিশ্লেষণে তাঁকে মূল্যায়িত না করেও বলতে হয়, তিনি বাঙালীর প্রাণ ভোমরা। তাঁকে নিয়েই আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার গর্ব ও অহঙ্কার। সভাপতির বক্তব্যে শেখ মাহমুদ ইসহাক বলেন, শেখ হাসিনার জন্মদিনের শুভক্ষণে বাংলাদেশ আজ বিজয়ের মহাসমুদ্র। সমুদ্রসীমা বিজয়ী শেখ হাসিনা বাংলাদেশের বিজয়ের ঠিকানা। এই ঠিকানার সন্ধান নতুন প্রজন্মকে পৌঁছে দিতে হবে।
×