ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির ছেলের নৌকায় ভোট প্রার্থনা

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

রাষ্ট্রপতির ছেলের নৌকায় ভোট প্রার্থনা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ॥ কিশোরগঞ্জে নৌকার বিশাল আকৃতির মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের উপস্থিতিতে প্রেসিডেন্টপুত্র তারুণ্যদীপ্ত রাসেল আহমেদ তুহিন নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। শুক্রবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা মার্কায় ভোট চান। একই মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন কিশোরগঞ্জ-১ আসনের বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী গণসংযোগসহ তৃণমূল কর্মিসভা করেন। পরে মাইকিং করে ব্যাপক প্রচার চালিয়ে শুক্রবার বিশাল জনসভার আয়োজন করেন। এতে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে জনসভায় যোগ দেয়। আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মেডিক্যাল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন জনতার উদ্দেশে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা মার্কাকে জয়যুক্ত করুন। আর এই কথাটি সকল জনগণের কাছে পৌঁছাতে হবে। এ লক্ষে সবাইকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
×