ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 নারায়ণগঞ্জে মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু শুক্রবার বিকেলে বন্দরের লাঙ্গলবন্দের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বন্দরের মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ থেকে কামতাল, দশদনা, বারপাড়া এলাকায় বিশাল নির্বাচনী শোডাউন করেন। ওই সময় তিনি স্থানীয়দের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তার নির্বাচনী শোডাউনটি এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের র‌্যালিতে পরিণত হয়। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন। আনিসুর রহমান দিপু নেতা কর্মীদের উদ্দেশে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আছে বলেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। সরকারের এ উন্নয়ন কথা দেশের প্রতিটি জনগণের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীর। তিনি বলেন, দল থেকে বিচ্ছিন্ন এবং উচ্ছৃষ্টরা আজ জাতীয় ঐক্যের নামে সরকারের বিরুদ্ধে জোট করে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে আমাদের একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি সরকারের উন্নয়ন চিত্রের প্রচারপত্র জনসাধারণের মাঝে বিলি করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট হান্নান আহমেদ দুলাল, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদির ডিলার, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমেদ প্রমুখ।
×