ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে আলোচিত সম্ভাব্য প্রার্থী আরিফিন মোল্লা

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  বরিশালে আলোচিত  সম্ভাব্য প্রার্থী  আরিফিন মোল্লা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যেখানে বঙ্গবন্ধুর নাম আছে সেখানেই আমি উন্নয়নের ছাপ রাখতে চাই। ব্যানার ও ফেস্টুন ঝুলিয়ে নিজেকে জাহির করার রাজনীতি থেকে বেরিয়ে এসে নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়ন কর্মকা-ে অংশগ্রহণ করাই আমার মূল লক্ষ্য। কথাগুলো বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসনে মহাজোটের আলোচিত সম্ভাব্য প্রার্থী আরিফিন মোল্লা। দীর্ঘদিন থেকে এলাকার ও দলীয় অসহায় নেতাকর্মীদের ভাগ্য উন্নয়নে আরিফিন মোল্লা নিজস্ব অর্থায়নে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ক্র্যাজ সৃষ্টি করেছেন। তিনি বরিশাল নগরীর রায়পাশা-কড়াপুর এলাকার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। আলোচিত এ নেতা নির্বাচনী প্রচারে মাঠ সরগরম করে রেখেছেন। তরুণ ও যুব সমাজের অহঙ্কার সদালাপী মিষ্টভাষী আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লাকে গত ২৫ সেপ্টেম্বর উন্নয়ন বার্তা ও সম্মাননা অনুষ্ঠানে ‘যুববন্ধু’ সম্মাননা প্রদান করা হয়েছে। সাংগঠনিক সব কর্মসূচীতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন দিয়ে প্রবীণ নেতাদের চেয়ে প্রথমভাগে নজরকাড়া আরিফিন মোল্লা নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের উদ্দেশে বলেন, আমি ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরিফিন মোল্লা বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার রংপুরে মাতুল গোষ্ঠীর সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের গভীর সখ্য ও যাতায়াত ছিল। সূত্রমতে, বরিশালের ছয়টি সংসদীয় নির্বাচনী এলাকার মধ্যে বিভাগীয় শহর বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থিতা নিয়ে বরাবরই সকলের দৃষ্টি থাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সম্ভাব্য প্রার্থী আরিফিন মোল্লার উন্নয়ন কর্মকান্ড নিয়ে পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতা হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রাধান্য দিয়ে আরিফিন মোল্লা ব্যতিক্রমী প্রচার চালিয়ে সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আলোচনার অগ্রভাগে পৌঁছে গেছেন। ফলে আরিফিন মোল্লাকে নিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে।
×