ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মরিচের মোরগ

প্রকাশিত: ০৫:২৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 মরিচের মোরগ

পর্যটক আকর্ষণে অনেকে বিভিন্ন রকমের ধারণা হাজির করেন। এরই ধারাবাহিকতায় এবার এক চীনা স্থপতি লাল ও সবুজ মরিচ এবং ভুট্টার কান্ড দিয়ে একটি মোরগ তৈরি করেছেন। মোরগটি পাক্কা ২০ মিটার উঁচু। মরিচগুলো এমনভাবে প্রতিস্থাপন করা হয়েছে যে, দূর থেকে তা বোঝার জো নেই। চীনের শ্যানডং প্রদেশের লিনি শহরের এক রিসোর্টের সামনে এই প্রকান্ড মোরগটি স্থাপন করা হয়েছে। খবরে বলা হয়েছে, শ্যানডংয়ে প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়। মূলত এই বিষয়টি পর্যটকদের দৃষ্টিগোচর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, গত দুই শ’ বছর ধরে মরিচ চাষ করে শ্যানডংয়ের কৃষকরা সর্বোচ্চ মুদ্রা আয় করছে। এদিকে মরিচের এই ভাস্কর্য প্রতিস্থাপনের খবরে শ্যানডংয়ে পর্যটকদের ঢল নেমেছে। চীনের নানা প্রান্ত থেকে লোকজন এই অভিনব ধারণা দেখতে শ্যানডংয়ে ছুটে আসছে। এটির সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে আপলোড করছে। -ইউপিআই অবলম্বনে
×