ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ গঠনের প্রস্তাব পাস

প্রকাশিত: ০৫:২৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ গঠনের প্রস্তাব পাস

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো পরিকল্পিত নৃশংসতার অভিযোগ প্রস্তুত করতে একটি প্যানেল গঠনের প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার ৪৭ সদস্যের এই কমিশনে প্রস্তাবের পক্ষে ৩৫ দেশ এবং বিপক্ষে চীন, ফিলিপিন্স ও বুরুন্ডি ভোট দেয়। অন্যদেশগুলো ভোটদানে বিরত ছিল। খবর এএফপি’র। ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, একীভূত, সংরক্ষণ ও বিশ্লেষণ করার জন্য একটি অগ্রসরমান স্বাধীন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রস্তাব পাস হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন জানিয়েছে, এই প্যানেল জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের মামলাগুলোর বিচার কাজ সহজ ও ত্বরান্বিত করতে বিভিন্ন নথি প্রস্তুত করবে। এর আগে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের ৪৪৪ পৃষ্ঠার রিপোর্টে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে দেশটির সেনাপ্রধান এবং অপর পাঁচ শীর্ষ সেনা কমান্ডারকে অবশ্যই তদন্তের আওতায় এনে বিচার করা উচিত। এদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তও শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর প্রতিক্রিয়া জানিয়ে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন আউং হ্লাইং বলেছেন, তার দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অধিকার কোনও দেশ, সংস্থা বা গোষ্ঠীর নেই।
×