ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর থানা হাজতে আসামির ঝুলন্ত লাশ, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশিত: ০৫:০৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  রাজধানীর থানা হাজতে আসামির ঝুলন্ত লাশ, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগরে থানা হাজতে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। যাত্রাবাড়ীর কুতুবখালীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রূপনগরে থানা হাজতে কাউসার (১৯) নামের এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ওই আসামি আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা থানা হাজত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর রূপনগরের দোহারিকা এলাকায় একটি ধর্ষণের ঘটনায় স্থানীয়রা আসামি কাউসারকে আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে আসামি ও ভুক্তভোগী নারীকে রূপনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। ২৭ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ শাহ আলম জানান, আসামি কাউসার থানা হাজতখানার লোহার দরজার সঙ্গে নিজের পরিহিত শার্ট খুলে সেটি দিয়ে গলায় ফাঁস দেয়। শুক্রবার সকালে থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এই ঘটনা দেখে আসামিকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, হাজতখানার লোহার দরজার সঙ্গে সে ফাঁস দিয়েছে। তবে দাঁড়ানো অবস্থায় ফাঁস দেয়ার কোনও কায়দা নেই। আসামি দাঁড়িয়ে দরজার গ্রিলের সঙ্গে নিজের শার্ট দিয়ে বেঁধে পা উঁচু করে ঝুলে পড়লে তার গলায় ফাঁস লেগে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ধর্ষণের শিকার ওই নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজিব (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজিব পেশায় একজন পিকআপ চালক ছিল। তার বাবার নাম আবু তাহের। গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিকা গ্রামে। তিনি কুতুবখালী বউবাজার এলাকায় বাস করতেন। নিহতের ভাবি আরজু বেগম জানান, শুক্রবার জুম্মার নামাজের পর কুতুবখালী রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজিব। এ সময় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যান রাজিব। পরে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫১ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি মিডিয়া উইং উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপি ৫০টি থানা এলাকায় অভিযান চালায় থানা পুলিশ ও ডিবি পুলিশ। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ওই ৫১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৬৮টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, গাঁজা এবং নেশার ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে জানান ডিসি মাসুদুর রহমান। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
×