ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্যের ভয়ে ভীত সরকার গণগ্রেফতার করছে ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:০২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 জাতীয় ঐক্যের ভয়ে ভীত সরকার গণগ্রেফতার করছে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্যের ভয়ে ভীত সরকার গণগ্রেফতার করে মানুষের অধিকার দমাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা আসম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক সংগঠন আয়াজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিজিটাল নিরাপত্তা আইন দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করে তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখতেই সরকার এই আইনটি নির্বাচনের আগে করেছে। মওদুদ বলেন, ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে। এ সমাবেশ থেকে দলের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। মওদুদ বলেন, কোটা আন্দোলনে প্রথম দিকে সরকার তাদের সমর্থন জানালেও পরে তাদের সঙ্গে প্রতারণা করেছে। ঠিক একই আচরণ করেছে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গেও। এমন প্রতারণার জন্য নতুন প্রজন্ম আর আওয়ামী লীগকে ভোট দেবে না। বিচারপতি সিনহার রায়ে গুলশানের বাড়ি হারানো প্রসঙ্গে মওদুদ বলেন, উনি বলেছিলেন যে এটা সরকারী বাড়ি নয়। কিন্তু তিনি একটা অন্যায় কাজ করেছেন। সেটা হলো যদি এটা সরকারের বাড়ি না হয়, তাহলে সরকারের আপীল তিনি কেন গ্রহণ করলেন? সেই রায়ের সুযোগে সরকার পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তারপরেও আমি এস কে সিনহার ষোড়শ সংশোধনীর রায়কে ডিফেন্ড করি এবং তার এই লেখা বইয়ের প্রশংসা করি। তার এই ভূমিকার জন্য তিনি দেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। আয়োজক সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
×