ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি

সিরিয়ায় মার্কিন সৈন্য থাকবে, তবে যুদ্ধে জড়াবে না

প্রকাশিত: ০৪:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  সিরিয়ায় মার্কিন সৈন্য থাকবে, তবে যুদ্ধে জড়াবে না

যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবস্থান করবে যতদিন প্রতিদ্বন্দ্বী ইরানের অবস্থান দেশটিতে বজায় রাখবে। কিন্তু অপরিহার্যভাবে সামরিক ভূমিকা থাকবে না তাদের। এক উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর এএফপির। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জেমস জেফরে সিনিয়র কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য ব্যাখ্যা করছিলেন। ওই কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যে, ইরানী অবস্থানের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন সৈন্য অনির্দিষ্টকালের জন্য দেশটিতে অবস্থান করবে। এ ধরনের সিদ্ধান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বারাক ওবামা গৃহীত প্রথম মিশনকে ভিন্ন দিকে নিয়ে যাবে জোরালোভাবে। ওবামা চরমপন্থী ইসলামী গ্রুপ ইসলামিক স্ট্রেটকে (আইএস) পরাজিত করার জন্য ওই মিশন হাতে নেন। অবশ্য তিনিও ইরানকে শত্রু হিসেবে গণ্য করেছেন। ইরানী সৈন্য প্রত্যাহার করা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদলকে প্রত্যাহার করছেন কি না এমন প্রশ্নের জবাবে জেফরে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট চাইছেন, ইরানী সৈন্য প্রত্যাহার ও অন্যান্য শর্তপূরণ না হওয়া পর্যন্ত সিরিয়ায় আমাদের অবস্থান থাকবে। কিন্তু তিনি বলেন, যুক্তরাষ্ট্র অপরিহার্যভাবে সিরিয়ায় সামরিকভাবে সক্রিয় থাকবে না। তিনি বলেন, যেখানে আমাদের অবস্থান ধরে রাখতে অনেক পথ রয়েছে। তিনি বলেন, আমরা কূটনৈতিক দিক থেকে নিশ্চিত সেখানে অবস্থান করব এবং এ বিষয়ে নির্দিষ্ট কোন বিকল্প নেই।
×