ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেদারল্যান্ডসে সাত সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  নেদারল্যান্ডসে সাত সন্ত্রাসী গ্রেফতার

নেদারল্যান্ডসে এক ব্যাপক চরমপন্থী হামলার জন্য ষড়যন্ত্র করার সন্দেহে ৭ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ডাচ প্রসিকিউটররা মনে করছেন, কয়েক মাসব্যাপী তদন্তের পর ষড়যন্ত্র নস্যাত করে দেয়া হয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের। জাতীয় প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যাপক অস্ত্রসজ্জিত পুলিশ আমস্টারডাম থেকে প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণে আর্নহেম শহর ও নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে জার্মানি ও বেলজিয়ামের সীমান্তসংলগ্ন উইয়ার্ট শহর থেকে এদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের তদন্তে ওঠে এসেছে যে, ইরাকী বংশোদ্ভূত দলের নেতা (৩৪) এক গুরুত্বপূর্ণ স্থানে হামলা করতে চেয়েছিল। প্রসিকিউটররা বলেছেন, ৭ জনের বয়স ২১ থেকে ৩৪ বছরের মধ্যে। দলের নেতা ইরাকীসহ ৩ জনকে এর আগে চরমপন্থী নেটওয়ার্কে যোগ দেয়ার জন্য বিদেশে যাওয়ার চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা একে-৪৭ এসল্ট রাইফেল, হাতবোমা, গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জামাদি সংগ্রহের চেষ্টা করছিল।
×