ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরান-পাকিস্তান সীমান্তে চার জঙ্গীকে হত্যা

প্রকাশিত: ০৪:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 ইরান-পাকিস্তান সীমান্তে চার জঙ্গীকে হত্যা

পাকিস্তান সীমান্তে চার জঙ্গীকে হত্যা করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড। বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দক্ষিণপূর্বের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান সীমান্তে শুক্রবার চার জঙ্গীকে হত্যা এবং গুলিবিদ্ধ দুইজনকে আটকের কথা জানানো হয়। দলের আরেক জঙ্গী সীমান্ত পেরিয়ে পাকিস্তান পালিয়ে গেছে বলেও জানানো হয়। এ ঘটনায় রেভ্যুলুশনারি গার্ডের কেউ হতাহত হয়নি। ইয়াহু নিউজ। শিয়া মুসলিম ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। সরকারের বৈষম্য নীতির শিকার হচ্ছেন অভিযোগ তুলে সুন্নি জঙ্গীদল প্রায়ই দেশটির সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। এক সপ্তাহ আগে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে রেভ্যুলুশনারি গার্ডের কুচকাওয়াজে জঙ্গী হামলায় ১২ সেনাসহ ২৫ জন নিহত হয়। আহত হয় আরও অর্ধশতাধিক মানুষ। সুন্নি মুসলিম জঙ্গী দল ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। ওই হামলার পর ইরান সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। মাদকপাচার এবং বিচ্ছিন্নতাবাদী কয়েকটি জঙ্গী দল সক্রিয় থাকায় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা চলছে। ইরানের অভিযোগ, প্রতিবেশী পাকিস্তান জঙ্গীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ইসলামাবাদ যদি জঙ্গীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয় তবে দেশটির জঙ্গী ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান।
×