ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্দরনগরীর সব এলাকা ছেয়ে গেছে পোস্টারে

প্রকাশিত: ০৪:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 বন্দরনগরীর সব এলাকা ছেয়ে গেছে পোস্টারে

নির্বাচন সামনে, তাই দলের মনোনয়ন পেতে পোস্টারে পোস্টারে প্রচারণা। বন্দরনগরীর প্রায় সব এলাকা ছেয়ে এমন পোস্টারে। কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণে চেনা অচেনা অনেকেই শুরু করেছেন পোস্টারকেন্দ্রিক প্রচারণা। তাতে যত্রতত্র সাটানো হচ্ছে পোস্টার। বাদ যাচ্ছে না সৌন্দর্যবর্ধনে নির্মিত ভাস্কর্য কিংবা স্থাপনাও। নগরীতে পোস্টার লাগানোর কিছু নির্ধারিত জায়গা থাকলেও কোন বিধিনিষেধ ছাড়াই যথেচ্ছভাবে এই পোস্টার লাগানোয় বিরক্ত নগরবাসী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার সাটানোর প্রবণতা। যদিও তফসিল ঘোষণার আগে এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়ার সুযোগ নেই বলে জানান, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। নগরীর যেখানে সেখানে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে বিব্রত, এটি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলছেন, সবার সহায়তায় এ বিষয়ে রাশ টানতে চান তিনি। আসছে নির্বাচন ঘিরে ভয়াবহ আকার নেয়ার আগেই দেয়ালে দেয়ালে পোস্টারের এই জঞ্জাল নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। -স্টাফ রিপোর্টার
×