ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীর শহর রক্ষা বাঁধে ভাঙন

প্রকাশিত: ০৪:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ীর শহর রক্ষা বাঁধে ভাঙন

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী সংরক্ষণ বাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। পদ্মা নদী এখন শহর রক্ষা বাঁধ থেকে মাত্র ১০ মিটার দূরে। এতে ঝুঁকিতে এই বাঁধ। আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ। ২০০৯ সালে ৯২ কোটি টাকা ব্যায়ে নির্মিত বাঁধের মেয়াদকাল ধরা হয় ১শ’ বছর। কিন্তু এ বছরই দুই দশমিক দুই চার কিলোমিটার বাঁধের বেশিরভাগ অংশই ভেঙ্গে বিলিন হয়েছে পদ্মায়। আগ্রাসী পদ্মা এখন শহর রক্ষা বাঁধ থেকে মাত্র ১০ মিটার দূরে। এতে ঝুঁঁকিতে শহর রক্ষা বাঁধ। ভাঙনের আশঙ্কায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। এদিকে তিস্তা ও ধরলা নদীর অব্যাহত ভাঙনে বিলিন হয়েছে লালমনিরহাটের ৩টি উপজেলার ৮টি গ্রাম। সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অসহায় মানুষেরা। এছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের অব্যাহত ভাঙনে বিলিন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে নদী খননের ফলে এই ভাঙন। ভাঙন বোধে পানি উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেললেও, নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হওয়ায় তা কাজে আসছে না বলে জানান, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দীন চৌধুরী। এদিকে তিস্তা ও ধরলা নদীর ভাঙনে বিলিন হয়েছে লালমনিরহাটের ৩টি উপজেলার ৮টি গ্রাম। গত কয়েকদিনে নদী গর্ভে গেছে ২ হাজার একর ফসলি জমি ও ৫ হাজার বসতবাড়ি। বরাবরের মতো ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, এলাকাবাসী চায় কাজের বাস্তবায়ন।
×