ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে নৃত্যনাট্য ‘তোমারই মাটির কন্যা’

প্রকাশিত: ০৪:২৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে নৃত্যনাট্য ‘তোমারই মাটির কন্যা’

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে ৫-১৫ অক্টোবর, প্রতিদিন বিকাল ৪-৩০ মিনিট এবং জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ভারতের ড্যান্সার্স গিল্ড পরিবেশন করবে জোনাকী সরকারের নির্দেশনায় ও ড. মঞ্জুশ্রী চাকীর কোরিওগ্রাফিতে নৃত্যনাট্য ‘তোমারই মাটির কন্যা’। ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ’ আয়োজিত এবার ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে’র সপ্তম আসর অনুষ্ঠিত হচ্ছে। গত ৬ বছর ধরে ভারত এবং বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঙ্গা-যমুনা উৎসব আয়োজন করে আসছে। দু’দেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্যেই মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ। এ বছর ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০১৮ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে ভারতের ৪টি দলের ৪টি প্রদর্শনী, ঢাকা ও ঢাকার বাইরের ২৬টি নাট্যদলসহ মোট ৩০টি প্রদর্শনী এবং উন্মুক্ত মঞ্চে ৯টি পথ নাটক, ১৮টি আবৃত্তি সংগঠন, ১৮টি সঙ্গীত সংগঠন, ১৮টি নৃত্য সংগঠন, একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনা নিয়ে এ উৎসব আয়োজিত হচ্ছে। আনুমানিক ২৫০০ জন শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’ উদ্যাপিত হবে। ৫ অক্টোবর বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’র উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন শ্রী বিভাস চক্রবর্তী ও বাংলাদেশের নাট্যজন মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এছাড়া উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাট্যসারথি আতাউর রহমান, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। এছাড়া উৎসবকে আরও বেশি প্রাণোজ্জ্বল করার লক্ষ্যে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধনের জন্য গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদের পক্ষ থেকে সকল জাতীয়ভিত্তিক প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যক্তিদের বিনীতভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, উৎসবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও পথনাটকে ভারত ও বাংলাদেশের মোট ৯৬টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪-৩০ মিনিট থেকে ৬-৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’ উদ্যাপিত হবে।
×