ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শিল্প নগরে শেখ হাসিনা জলাধার হচ্ছে

প্রকাশিত: ০৮:০৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

 বঙ্গবন্ধু শিল্প নগরে শেখ হাসিনা জলাধার হচ্ছে

বিডিনিউজ ॥ ফেনী-চট্টগ্রামের সীমানায় ৩০ হাজার একর জমি নিয়ে গড়ে ওঠা দেশের বৃহত্তম অর্থনৈতিক বলয়টি নাম পেতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। আর এই শিল্পাঞ্চলে এক শ’ একর আয়তনের দুটো জলাধার হচ্ছে, নাম ‘শেখ হাসিনা সরোবর’ দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা। শিল্পাঞ্চলটির নামকরণের পথে কয়েক ধাপ অগ্রগতির পর এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে বেজা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেজা জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে চট্টগ্রাম ও ফেনী জেলার সীমানাজুড়ে গড়ে ওঠা তিনটি অর্থনৈতিক অঞ্চলকে একত্রিত করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ নামকরণ করেছে বেজা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে প্রস্তাব পাঠানো হয়েছিল। ১০ আগস্ট ট্রাস্ট নাম ব্যবহারের প্রস্তাবে সম্মতি দেয়। বেজার প্রথম বোর্ড সভায় মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এবং চতুর্থ বোর্ড সভায় ফেনী অর্থনৈতিক অঞ্চল হিসেবে দুটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পায়। ষষ্ঠ বোর্ড সভায় সীতাকুন্ডু নামে আরেকটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পায়। এ তিনটি অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের সীতাকুন্ডু ও মীরসরাই উপজেলা এবং ফেনীর সোনাগাজী নিয়ে প্রায় ৩০ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত।
×