ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তথ্যমন্ত্রীর অনুরোধে সম্পাদক পরিষদের কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ০৭:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

তথ্যমন্ত্রীর অনুরোধে  সম্পাদক পরিষদের  কর্মসূচী স্থগিত

বিডিনিউজ ॥ ডিজিটাল নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে সম্পাদক পরিষদের মানববন্ধন কর্মসূচী তথ্যমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তথ্যমন্ত্রীর আয়োজনে রবিবার সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেয়ার কথাও জানিয়েছে সম্পাদকদের এই সংগঠন। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন, এ অবস্থায় আমাদের রাজপথে প্রতিবাদ জানানো ছাড়া কোন বিকল্প ছিল না। প্রতিবাদের অংশ হিসেবেই সম্পাদক পরিষদ ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী নিয়েছিল। কর্মসূচী ঘোষণার পর বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পাদক পরিষদকে চিঠি দিয়ে কর্মসূচী স্থগিতের অনুরোধ জানান। সেই সঙ্গে রবিবার তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে সম্পাদক পরিষদসহ সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন তিনি। তথ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহফুজ আনাম বলেন, তথ্যমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ আমলে নিয়ে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজনের সঙ্গে ৩০ সেপ্টেম্বর আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে তার অনুরোধে ২৯ সেপ্টেম্বর আহূত সম্পাদক পরিষদের কর্মসূচীও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে সরকারের সঙ্গে বৈঠকে ফল না এলেও আগামী বৈঠকে আলোচনার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের সংবাদমাধ্যমের ‘কণ্ঠরোধকারী’ ধারাগুলো অপসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন মাহফুজ আনাম। কিন্তু সেটি যদি না হয় আমাদের প্রতিবাদ কর্মসূচী অব্যাহতই রাখতে হবে, বলা হয় বিবৃতিতে।
×