ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ফ্যাশন সংবাদ

স্কিন ক্যাফে বাজারে বেশ জনপ্রিয় স্কিন ক্যাফে লিমিটেডের এ্যাসেনশিয়াল ও অর্গানিক অয়েল। স্কিন ক্যাফের আটটি অর্গানিক অয়েল রয়েছে। এগুলো হলোÑ সেসেমি অয়েল, এ্যাভোকাডো অয়েল, জোজোবা অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর্গান অয়েল, আলমন্ড অয়েল এবং ক্যাস্টর অয়েল। এর মধ্যে সেসেমি, এ্যাভোকাডো, অলিভ এবং কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন। যা দীর্ঘ সময়ের জন্য চুল ময়েশ্চারাইজ করে। চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। অন্যান্য তেলগুলোও চুলের পুষ্টি যোগায়। এ্যাভোকাডো অয়েল খুশকি দূর করে এবং চুল আবারও গজাতে সাহায্য করে। উল্লেখ্য, স্কিন ক্যাফে লিমিটেড এ্যাসেনশিয়াল ও অর্গানিক অয়েলের জন্য বাংলাদেশের সৌন্দর্য সচেতন নারীদের কাছে বিশেষভাবে স্কিন ক্যাফ নামে পরিচিত। যার যাত্রা শুরু ২০১৬ সালে। ভধপবনড়ড়শ.পড়স/ংশরহপধভব.পড় উজ্জ্বলা এই প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হলো বিউটি এক্সপার্ট কনটেস্ট যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেকআপ আর্টিস্টরা এক মঞ্চে উপস্থাপন করল তাদের মেকআপ প্রতিভা। উজ্জ্বলা এমন একটি প্রতিষ্ঠান যে কাজ করে যাচ্ছে এমনি কিছু নারীদের জন্য ও তাদের দক্ষতা বৃদ্ধির স্বার্থে চালিয়ে যাচ্ছেন অনির্বার প্রচেষ্টা। এই প্রচেষ্টার উদাহরণস্বরূপ ১৭ সেপ্টেম্বর আয়োজিত হয়ে বিউটি এক্সপার্ট কনটেস্টের দ্বিতীয় পর্ব ব্রাইডাল মেকআপ এ্যান্ড হেয়ারস্টাইল। এই কন্টেস্টটিতে যোগ দিয়ে ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪৫ জন মেকআপ আর্টিস্ট যেখান থেকে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে সেরাদের সেরা ১০ জন। বিচারকম-লীদের মধ্যে ছিলেন কংকা করিম, তানভীন সুইটি, রাজিয়া সুলতানা, নাহিন কাজী, কুমকুম হাসান এবং শারুখ আমিন। উজ্জ্বলার সহ-প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন বলেছেন ‘উজ্জ্বলা নিজের লক্ষ্য অর্জনে পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে এবং আমাদের লক্ষ্য। ওমেন্স ওয়ার্ল্ড নিয়মিত রূপচর্চার মাধ্যমেই আপনি পেতে পারেন কাক্সিক্ষত লুক। ওমেন্স ওয়ার্ল্ড দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট প্যাকেজ। প্যাকেজগুলোতে রয়েছে ব্রাইডাল ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, ম্যানিকিওর, পেডিকিওর ও ইনস্ট্যান্ট হোয়াইটেনিং সার্ভিস। ম্যানিকিওর, পেডিকিওর ও হারবাল ফেসিয়ালের সেবা পাচ্ছেন মাত্র ১ হাজার টাকায়।
×