ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা হকিতে ঢাকা বিভাগের গোলোৎসব

প্রকাশিত: ০৬:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় মহিলা হকিতে ঢাকা বিভাগের গোলোৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা। বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয়দিনে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা বিভাগ ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগকে। ঢাকা বিভাগের পক্ষে সুমি আক্তার ৪টি (৬মি, ১৩মি, ৪৯মি, ৫৭মি), ফারদিয়া আক্তার রাত্রি ৩টি (১৫মি, ২১মি, ২৭মি), হাবিবা আক্তার বৃষ্টি ২টি গোল (১৯মি ও ৫৫মি) ও তারিন আক্তার খুশি ১টি (৩৮মি) গোল করেন। আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগ। দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচে লড়বে চট্টগ্রাম বিভাগ ও রংপুর বিভাগ। আর বিকেল সাড়ে তিনটায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ। এবারের আসরে সাতটি দলকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও রংপুর বিভাগ। ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপপর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ১ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।
×