ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফি-মুশফিকদের অভিনন্দন জানিয়েছেন আফ্রিদি, লক্ষ্মণ ও শেবাগরা

অভিনন্দনের জোয়ারে টাইগাররা

প্রকাশিত: ০৬:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

অভিনন্দনের জোয়ারে টাইগাররা

জিএম মোস্তফা ॥ আবারও ফাইনালে বাংলাদেশ। বুধবার পাকিস্তানকে হারিয়ে সর্বশেষ চার এশিয়া কাপে তৃতীয়বারের মতো ফাইনালের টিকেট নিশ্চিত করল বাংলাদেশ। এশিয়ার অন্যতম শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে গোটা বাংলাদেশজুড়েই বইছে এখন উৎসবের জোয়ার। ঠিক উল্টো চিত্র পাকিস্তানে। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় চরম হতাশ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি। তবে মাশরাফি-মুশফিকদের জয়ের কৃতিত্ব দিতে মোটেও ভুল করেননি বুম বুম আফ্রিদি। ম্যাচ শেষেই এক টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে একই টুইট বার্তায় পাকিস্তান দলকে কামব্যাক করার জন্য আরও বেশি অনুশীলনের পরামর্শ দিয়েছেন দেশটির এই তারকা ক্রিকেটার। এ প্রসঙ্গে শহীদ খান আফ্রিদি তার টুইট বার্তায় লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ। তবে পাকিস্তানের সর্বোপরি পারফর্মেন্স খুব হতাশ করেছে। পুরো মাঠেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতার অভাব লক্ষ্য করা গেছে। পাকিস্তানের এই দলটা বেশ তরুণ, গত কয়েকটা টুর্নামেন্টেই দুর্দান্ত পারফর্ম করেছে তারা। সেই সঙ্গে আমাদের প্রত্যাশাকেও অনেক ওপরে নিয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের কাছে হারের পর আমি বলব শক্তিশালী হয়ে কামব্যাক করার জন্য পাকিস্তানের উচিত অনুশীলনে আরও বেশি মনোযোগী হওয়া।’ শুধু আফ্রিদি কেন? বাংলাদেশের পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত ভারতের সাবেক কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। বিশেষ করে ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ এবং মোহাম্মদ কাইফরা প্রশংসা করেছেন বাংলাদেশের লড়াকু মানসিকতার। এক টুইট বার্তায় সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো দুই গুরুত্বপূর্ণ তারকা ছাড়াই বাংলাদেশের এমন পারফর্মেন্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘সাকিব ও তামিমকে ছাড়াই বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে এই দলের মানসিক শক্তিরই প্রতিফলন ঘটেছে। এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশকে অভিনন্দন।’ বীরেন্দ্র শেবাগ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পাঁচ ‘ম’কে। ‘ম’ আদ্যক্ষরের এই পাঁচ ক্রিকেটারের পারফর্মেন্সের কথা আলাদা করেই উল্লেখ করেছেন তিনি, ‘বাংলাদেশ জিতেছে পাঁচ ‘ম’ ‘মুশফিক’, ‘মিঠুন’, ‘মুস্তাফিজ’, ‘মাহমুদুল্লাহ’ আর ‘মেহেদী’র দুর্দান্ত পারফর্মেন্সে। তাদের অভিনন্দন।’ মোহাম্মদ কাইফ লিখেছেন বাংলাদেশের দলগত পারফর্মেন্স নিয়ে। তার মতে ‘দলগতভাবে দারুণ খেলেই এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।’
×