ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম হার রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার

প্রকাশিত: ০৬:০৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

প্রথম হার রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে দুই জায়ান্ট বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। মজার বিষয়, দু’দলই একইদিনে হোঁচট খেয়েছে। বুধবার রাতে নিজ নিজ এ্যাওয়ে ম্যাচে হেরেছে দল দু’টি। লেগানেসের মাঠে এগিয়ে যেয়েও দুই মিনিটের ঝড়ে ২-১ গোলে হেরেছে অতিথি বার্সিলোনা। আর সেভিয়ার মাঠে তো রীতিমতো উড়ে গেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের তারা হারিয়েছে ৩-০ গোলে। লজ্জার এই হারের পরও দল দু’টির পয়েন্ট তালিকায় আগের অবস্থান বহাল আছে। ছয়টি করে ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দুইয়ে রিয়াল। ১০ পয়েন্ট নিয়ে সেভিয়া উঠে এসেছে চারে। স্পেনের শীর্ষ লীগে সেভিয়ার কাছে রিয়ালের এটা টানা দ্বিতীয় হার। গত মে মাসে এই মাঠেই ৩-২ গোলে হেরেছিল ৩৩ বারের চ্যাম্পিয়নরা। লীগে শেষ তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। এ্যাাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-১ ড্রয়ের পর আগের ম্যাচে নিজেদের মাঠে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল। ফিফাসেরা হওয়ার পর প্রথমবার মাঠে নামা রিয়াল তারকা লুকা মডরিচ ছিলেন সুপারফ্লপ। নামের প্রতি সুবিচার করতে পারেননি টনি ক্রুসও। ফলে অধিকাংশ সময় বল দখলে রেখেও বিরতির আগে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেভিয়া। ম্যাচের ১৭ মিনিটে স্প্যানিশ উইঙ্গার জেসুস নাভাসের পাস ডি বক্সে পেয়ে সহজেই দলকে এগিয়ে নেন আন্দ্রে সিলভা। চার মিনিট পর কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগীজ এই মিডফিল্ডার। ২৩ মিনিটে প্রথমার্ধে রিয়ালের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিলেন বেল। কিন্তু ডি বক্সের বাইরে থেকে ওয়েলস ফরোয়ার্ডের নেয়া শট লাগে পোস্টে। ৩৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান বেন ইয়েডের। ভাসকেসের পাস পেয়ে জোরালো শটে গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে একইভাবে বল দখলে এগিয়ে ছিল অতিথিরা। কিন্তু সেভিয়ার দারুণ মাঝমাঠের বিপক্ষে সুবিধা করতে পারেনি রিয়াল। পুরো ম্যাচে ছন্দহীন থাকা গ্যালাক্টিকোরা আরও কয়েক গোল হজম করলে অবাক হওয়ার কিছু থাকত না। বাজে এই হারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভাব আরেকবার অনুভূত হলো। আরেক ম্যাচে বার্সাকে প্রথম হারের স্বাদ দেয়া লেগানেস পেয়েছে প্রথম জয়। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সিলোনা। দলের অধিনায়ক লিওনেল মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কুটিনহো। বিরতির পর ছন্দ হারায় বার্সিলোনা। শুরুতেই সমতায় ফেরে লেগানেস। পাল্টা আক্রমণ থেকে সিলভার বাড়নো বল হেড করে লক্ষ্যে পৌঁছে দেন মরক্কোর মিডফিল্ডার নাবিল এল ঝার। ৫৩ মিনিটে বার্সিলোনার রক্ষণের ভুলে এগিয়ে যায় লেগানেস। জেরার্ড পিকে ঠিকঠাক বল বিপদমুক্ত করতে না পারায় সুযোগ কাজে লাগিয়ে টের-স্টেগেনকে পরাস্ত করেন অস্কার রড্রিগুয়েজ। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি কাতালানরা। অপ্রত্যাশিত এই হারের পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে। ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ বলেন, শেষ পর্যন্ত দায়টা কোচেরই। হারার পর একজন কোচের যেমন অনুভূতি হয়, আমি তেমন অনুভব করছি। এটাই ফুটবল। আর এমনটা ঘটতেই পারে। কখনও কখনও একটা ম্যাচে যা কিছু ঘটে তা ব্যাখ্যা করাটা কঠিন। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করলাম। কিন্তু আমাদের ম্যাচ থেকে ছিটকে দিতে তাদের মোটে এক মিনিটই লাগল। তবে আমরা হতাশ নই। আশা করে ঘুরে দাঁড়াব।
×