ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থিম্পুতে মৌসুমীদের সাফ মিশন শুরু রবিবার

প্রকাশিত: ০৬:০৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

থিম্পুতে মৌসুমীদের সাফ মিশন শুরু রবিবার

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে সাফ অনুর্ধ-১৮ নারী ফুটবল। থিম্পুতে ছয় জাতির এ প্রতিযোগিতা মাঠে গড়াবে স্বাগতিক ভুটান-ভারত ম্যাচ দিয়ে। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে নেপাল-পাকিস্তান। বাংলাদেশের মেয়েদের মিশন শুরু হবে রবিবার। প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। এ লড়াইয়ে জয় দিয়ে শুরুর প্রত্যাশা করছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী। প্রতিযোগিতায় অংশ নিতে গত মঙ্গলবার ভুটান পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। পরেরদিন অনুশীলনে বেশ প্রাণবন্ত ছিল শিরোপাস্বপ্ন নিয়ে দেশ ত্যাগ করা মৌসুমীরা। গতকাল বৃহস্পতিবারও যথারীতি অনুশীলন করে মেয়েরা। গ্রুপের শেষ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে ম্যাচ ২ অক্টোবর। তিন দলের দুই গ্রুপ থেকে চারটি দেশ সেমিফাইনালে খেলবে। বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিতে জায়গা করে নেয়া। কোচ ছোটন জানান, ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে প্রথমে তার দৃষ্টি থাকছে সেমিফাইনালে। এরপর শিরোপা জয়ের রণকৌশল তৈরি করবেন তিনি। আসলে কোন বিশ্রামই পাচ্ছেন না বাংলাদেশের নারী ফুটবলাররা। ধারাবাহিকভাবে একের পর এক টুর্নামেন্ট চলছে। মাত্র কয়েকদিন আগে ঢাকায় শেষ হয়েছে এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। সপ্তাহ না ঘুরতেই সামনে চলে এসেছে সাউথ এশিয়ান অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ। প্রকৃত অর্থে বাংলাদেশের বয়সভিত্তিক দলের বেশিরভাগ খেলোয়াড়ই কিশোরী। এই ভুটানেই মাস দেড় আগে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনুর্ধ-১৫ মেয়েদের ফুটবল। এর পরপরই অনুষ্ঠিত হয়ে গেল এএফসি অনুর্ধ-১৬ বাছাইপর্ব। দু’টি আসরেই দেখা গেছে সেই চেনা মুখগুলো। মারিয়া, মনিকা. আনাই সহোদরা, আঁখি, তহুরাদের। ভুটানে শুরু হতে যাওয়া সাফ অনুর্ধ-১৮ দলটাই প্রায় একই আদলে গড়া। পরিবর্তন বলতে হাতেগোনা। অনুর্ধ-১৫, অনুর্ধ-১৬ দলের অধিনায়কের দায়িত্ব পালন করে মারিয়া মান্দা। তার সহকারী ছিলেন অপর মিডফিল্ডার মনিকা চাকমা। আর ভুাটানে শুরু হওয়া অনুর্ধÑ১৮ দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী। আর সহঅধিনায়ক মারিয়া মান্দা। এই দলের উল্লেখযোগ্য সিনিয়রদের মধ্যে অধিনায়ক ছাড়াও রয়েছে কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান প্রমুখ। সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে নতুন টুর্নামেন্ট। গত বছর ডিসেম্বরে ঢাকায় সাফ অনুর্ধ-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া মেয়েরা মাসতিনেক পর খেলতে গিয়েছিল হংকংয়ে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। সেখান থেকেও চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলেন মারিয়া-আঁখিরা। এই তো গত আগস্টে ভুটানে তারা খেলে এসেছে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ। হয়েছে রানার্সআপ। টুর্নামেন্টের পোশাকী নাম আলাদা হলেও বাংলাদেশের মেয়েরা বলতে গেলে একটি দলই খেলে সব টুর্নামেন্ট। কিছু খেলোয়াড় অদল-বদল হয় মাত্র। ঢাকায় শেষ হওয়া অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ১৩ জনই রয়েছেন অনুর্ধ-১৮ দলে। তবে বয়সের কারণে অনুর্ধ-১৬ দল থেকে বাদ পড়া কৃষ্ণা, সানজিদা, রতœা, স্বপ্না, মৌসুমীরা যোগ হয়েছে অনুর্ধ-১৮ দলে। প্রথম টুর্নামেন্ট বিধায় শুরুতেই চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলছেন না কোচ ছোটন। এমননি অধিনায়ক মৌসুমীও। কিন্তু ফাইনাল খেলতে চান লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। এ কথা বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছেন কোচ ও অধিনায়ক। মেয়েদের ফুটবলে অধিনায়ক বলতে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও মারিয়া মান্দা। তবে নতুন টুর্নামেন্টে নতুন অধিনায়ক মৌসুমীকে পেল বাংলাদেশ। বাংলাদেশের নতুন মৌসুমীর বাড়ি রংপুর। সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ দুই গ্রুপে রয়েছে ৬ দেশ। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে নেপাল ও পকিস্তানের বিরুদ্ধে ‘এ’ গ্রুপের দল ভারত, ভুটান ও মালদ্বীপ। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ৫ অক্টোবর। ৭ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এই আসর। উল্লেখ্য, গতকাল নাস্তার পর আধ ঘন্টার পায়চারি শেষে জিমে অনুশীলন করে বাংলাদেশে মেয়েরা। আর বিকেলে শূটিং প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন তারা।
×