ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

পদ্মায় ফেরি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে নাব্য সঙ্কটে দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনও ফেরি চলছে অপেক্ষাকৃত অর্ধেক লোড নিয়ে আবার কখনও বন্ধ থাকছে সার্ভিস। এতে একদিকে যেমন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে জনগণ অন্যদিকে দেশের অর্থনীতিতে পড়ছে বিরুপ প্রভাব। প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া বেশ ক’দিন ধরে পণ্যবাহী ট্রাকগুলো আটকে থাকায় এই অঞ্চলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর চালক ও হেলপারদের জীবন কাটছে অমানবিকভাবে। শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে প্রায় তিন শ’ যান। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। এছাড়া ফেরি সার্ভিসে অচলতার কারণে এ রুটে গাড়ি আসছে কম। এর আগে ঘাটে আসা গাড়িগুলোকে বিকল্প পথে যাওয়ার জন্য ঘুরিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৫টা শিমুলিয়া ঘাটে আটকা ছিল প্রায় ৩শ’ যানবাহন। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম সৈয়দ শাহ বরকতউল্লাহ জানান, সঙ্কট নিরসনে বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এ এক সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় আপাতত শুক্রবার সকাল থেকে পদ্মা সেতু কর্তৃপক্ষের ড্রেজার দিয়ে ড্রেজিং শুরু হবে। সেতু কর্তৃপক্ষের তত্ত্ববধানে শুক্রবার এই চায়না চ্যানেলের এক প্রান্ত থেকে ড্রেজিং শুরু হবে। ৫-৬ দিন লাগবে এক দিক কাটতে। এরপার অন্যদিকে কাটা হবে। শিবিরের ১৭ নেতা আটক নিজস্ব সংবাদাতা, সুনামগঞ্জ ২৭ সেপ্টেম্বর ॥ দলীয় কার্যালয়ে গোপন বৈঠক করার সমায় ছাত্রশিবিরের সিলেট মহানগরী সভাপতি নজরুল ইসলামসহ ১৭ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত নজরুল সিলট জেলার কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের হারিস উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের হাছননগরস্থ জেলা ছাত্রশিবিরের কার্যালয় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে উর্ধতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় আটককৃতদের নিকট হতে ৩ বস্তা জিহাদী বই ও উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ছাত্রশিবিরের কার্যালয় ইসলামিক সেন্টারে গোপন বৈঠক চলাকালে ডিবি পুলিশের এস আই আমিনুল ইসলাম, এস আই রিপন গোপ ও এএসআই মামুনের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাসকাটগামী যাত্রীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিক্ষোভ করেছে বিমানের মাসকাটগামী যাত্রীরা। দফায় দফায় ফ্লাইট রিসিডিউল করা এবং হোটেল না দেয়ায় ক্ষুব্ধ যাত্রীরা এ বিক্ষোভ প্রদর্শন করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, মাসকাটগামী এই বিমানের ফ্লাইট ছিল গত বুধবার রাত ১০টায়। কিন্তু ফ্লাইটটি বৃহস্পতিবার ভোর ৫টায় রি-সিডিউল্ড হয়। কিন্তু তখনও ছাড়া সম্ভব হয়নি। সর্বশেষ সন্ধ্যা ৭টায় রি-রিসিডিউল্ড হয় মাসকাট ফ্লাইট। এতে করে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিয়ম অনুযায়ী ফ্লাইট আটঘণ্টা বিলম্বিত হলে বিশ্রামের জন্য যাত্রীদের হোটেল সুবিধা প্রদান করতে হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে কষ্টের শিকার হয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেন। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান জানান, যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে অন্য বিমানে করে মাসকাট পৌঁছানোর আশ্বাস প্রদান করা হলে তারা মেনে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে আগের দিন বুধবার রানওয়েতে ইউএস বাংলার একটি উড়োজাহাজ মুখ থুবড়ে পড়ার কোন সম্পর্ক নেই। কেননা, বিকেলের মধ্যেই জাহাজটি সরিয়ে রানওয়ে খুলে দেয়া হয়েছে। তিন ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। এ দিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান শেষ হয়। ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার বানু জানান, ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৯৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৩ মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৯ ৬জন, সাধারণ সদস্য পদে ৩৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন, গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য পদে ৩০জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন দাখিল করেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফসয়াল মুন (আওয়ামী লীগ), সামচুল হক, রুকুনুজ্জামান, আজহারুল ইসলাম স্বতন্ত্র পদে মনোনয়ন দাখিল করেন। টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (আওয়ামী লীগ), রবিউল ইসলাম শাহীন ও আফছার আলী স্বতন্ত্র, খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), আতিকুজ্জামান (বিএনপি), জাকারিয়া হোসেন ডিএম (জাতীয় পার্টি) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন, সামিউল গানি চন্দন, একেএম শামীম, আব্দুল্লা আল আলিমুর, নুরুল আমিন, রুকুনুজ্জামান জুয়েল।
×