ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

বাবুল সরদার, বাগেরহাট ॥ চিতলমারীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায়, লোক লজ্জার ভয়ে দিশা মজুমদার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। দিশা উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়ি উমাজুড়ি গ্রামের সুকুমার মজুমদারের মেয়ে। সে স্থানীয় কালিদাস বড়াল ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় এলাকাবাসী ও দিশার সহপাঠীরা ছবি ছড়িয়ে দেয়া মাদকাসক্ত লম্পট মিঠুন মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মিঠুন মজুমদার (২৬) একই গ্রাম ও একই বাড়ির সঞ্জয় মজুমদারের ছেলে। বুধবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে দিশা। পরে রাত ১টার দিকে পুলিশ দিশার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দিশার বাড়িতে গিয়ে দেখা যায়, দিশার বাবা-মা, দাদিসহ স্বজনরা বিলাপ করছে। শোকের ছায়া নেমেছে দিশার বাড়িতে। এ সময় দিশার মা সাধনা মজুমদার বিলাপ করতে করতে বলেন, কয়েকদিন আগে মিঠুন আমার মেয়েকে ওদের ঘরে ডেকে নেয়। মিঠুুন জোর করে দিশার অশ্লীল ছবি তোলে। আমরা লোকলজ্জার ভয়ে কাউকে বলিনি। এরপর থেকে আমার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল মিঠুন। পরে ইন্টারনেটে আমার মেয়ের অশ্লীল ছবি ছড়িয়ে দেয়। মেয়ে ইন্টারনেটে তার ছবি দেখে লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করে। আমরা মিঠুনের কঠোর শাস্তি চাই।
×