ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে নাসিম

ওয়ান ইলেভেনের কুশীলবরা ফের চক্রান্তে মেতে উঠেছে

প্রকাশিত: ০৫:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ওয়ান ইলেভেনের কুশীলবরা ফের চক্রান্তে মেতে উঠেছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমাবেশের তারিখ পিছিয়ে দেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গত কয়েক দিন আগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগসহ ১৪ দলের সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু বিএনপি সংঘাত সৃষ্টির জন্যই তাদের পূর্ব নির্ধারিত সমাবেশের তারিখ দুইদিন বাড়িয়ে শনিবার করেছে। এটা কার উস্কানিতে হয়েছে তা খতিয়ে দেখা দরকার। বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবেন না। নির্বাচনে আসুন। খালি মাঠ চাই না, খেলে জিততে চাই। ফাউল করলে নির্বাচনে লালকার্ড দেখাবে দেশের জনগণ। ফুটবল বিশ্বকাপে অনেক নামী-দামী খেলোয়াড় গোল মিস করলেও আগামী নির্বাচনে গোল মিস করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল সিগ্যালে অনুষ্ঠিত ন্যাশনাল হোমিওপ্যাথিক কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএইচএমএস ডক্টরস এ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি এই কংগ্রেসের আয়োজন করে। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এই কংগ্রেস আয়োজনে সহযোগিতা করে। এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমন সারোয়ার কমল, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় ও রেজিস্ট্রার ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সাংবিধানিকভাবে ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন। নির্বাচনে জনগণের রায় মেনে নেব। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের সময় প্রশাসনসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। কারও কথায় এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়ও কাজ হবে না। স্বাধীনভাবে কাজ করবে নির্বাচন কমিশন। উন্নয়ন কর্মকা- বিবেচনা করে দেশের জনগণ আবার আওয়ামী লীগকেই ভোট দেবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব সেক্টরেই উন্নয়ন ঘটিয়েছে সরকার। জঙ্গী ও অপরাধ দমনে সফলতা দেখিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। রাজনৈতিক বিশৃঙ্খলা নেই। বিরোধীরাও অনুধাবন করতে পেরেছে যে, জ্বালাও-পোড়াও, হত্যাকা- ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের বিকল্প নেই। আর আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করতে বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। তাই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে কোন লাভ হবে না। উন্নয়ন দিয়েই আওয়ামী লীগ জনগণের মন জয় করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে আগামী নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিতে এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানিয়ে সম্মেলনে আগত সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও কর্মচারীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন। স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু দিয়েছেন। আপনাদের জীবনমান উঁচুতে তুলে দিয়েছেন। এখন আপনাদের দেয়ার পালা। আসছে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। উন্নয়নের ধারার অপূর্ণ কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে। একটানা দশ বছর ক্ষমতায় থেকে দেশের সব উন্নয়ন করা সম্ভব হয়না। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নয়নশীল দেশে যুগ যুগ ধরে একই সরকার দেশ পরিচালনা করছে। এজন্য তারা অনেক এগিয়ে গেছে। সরকার ও দলের মধ্যে ছোট ছোট ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু ছোট ছোট ভুলের জন্য বিরাগ হয়ে জঙ্গী ও বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়দাতাদের ভোট দিয়ে বড় বড় ভুল করবেন না। আর তা করা হলে দেশ আবার অন্ধকারে ছেয়ে যাবে। দেশে জ্বালাও পোড়াও ও বোমার মাধ্যমে মানুষ হত্যাকারীদের উত্থান ঘটবে। স্থবির হয়ে যাবে দেশের অর্থনীতি। সম্মেলনে উপস্থিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও নেতৃবৃন্দের উত্থাপন করা দাবিসমূহ পূরণ করার আশ্বাস দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশে হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ঘটিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মর্যাদা ও সরকারী চাকরি প্রদান, নতুন নতুন অবকাঠামো নির্মাণ করেছে বর্তমান সরকার। আগামী মাসের মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসকদের বেতনভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর ডিএইচএমএস চিকিৎসকদের মান নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করার ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
×