ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দুই প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশিত: ০৫:৫০, ২৮ সেপ্টেম্বর ২০১৮

নীলফামারীতে দুই প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বেসরকারী সংস্থা পল্লীশ্রীর দুটি প্রকল্পের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিবাহিত কিশোরীদের শিক্ষা, আয়বৃদ্ধিমূলক কর্মসূচী ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্প দুটি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ইমেজ প্লাস প্রকল্পের পরিচালক সুরাইয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে জেলা সদরের সংগলশী ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে বিবাহিত কিশোরীদের শিক্ষা, আয় বৃদ্ধিমূলক কর্মসূচীর ওপর বিস্তারিত আলোকপাত করেন প্রকল্পের সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি ও প্রকল্প ব্যবস্থাপক লিলিমা রানী। অপরদিকে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্প চালু করা হয় ডিমলা উপজেলা তিনটি ইউনিয়ন টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি ও পূর্বছাতনাইয়ের তিস্তা নদীর চর এলাকায়। এতে বিপদাপন্ন ও প্রান্তিক জনগোষ্ঠী, কমিউনিটি ভিত্তিক সংগঠক(সিবিও) ও সুশীল সংগঠন এর অংশগ্রহণে সরকারের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে (এনএফ ওয়াই পি) বৃদ্ধি করা হবে। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অক্সফ্যামের সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাজমুল হুদা, প্রোমা রিফায়া একরাম, প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ। বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ফারুক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ডিমলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলিম, পল্লী-শ্রীর প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, সাংবাদিক তাহমিন হক ববী ও শীষ রহমান প্রমুখ।
×