ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কামাল-ফখরুল ঐক্য তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ২৮ সেপ্টেম্বর ২০১৮

কামাল-ফখরুল ঐক্য তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ সেপ্টেম্বর ॥ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুলের জগাখিচুড়ির ঐক্য তাসের ঘরের মতো শীঘ্রই ভেঙ্গে পড়বে। রাজনৈতিক অঙ্গনে মৌসুমি পাখির মতো তারা হঠাৎ উদিত হয়। এটা একটি খারাপ লক্ষণ। কারণ আগামীতে জাতীয় নির্বাচন, এই সময়ে তারা যে কাজটি করতে চাচ্ছেন, তাতে নির্বাচনী বৈতরণি পার হতে পারবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। জঙ্গী, সন্ত্রাসী ও রাজাকারদের সঙ্গে মিলে যে ঐক্য গড়া হচ্ছে তাতে কোন ফল হবে না। বিএনপি এই ঐক্যের মাধ্যমে যদি দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচানোর স্বপ্ন দেখে, তাহলে তারা ভুল করবে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন, ড. কামাল হোসেন ও মির্জা ফকরুল তারা যে-ই ঐক্য করুক না কেন দেশের জনগণ তাতে কোন গুরুত্ব দেবে না। দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকায় ভোট দিতে দেশের জনগণকে আহ্বান জানান নৌমন্ত্রী। কর্ণফুলীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ॥ আহত ১ নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২৭ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম মামুনুর রশিদ (২৬)। সে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের পুত্র। ওই ঘটনায় আহত হয়েছে আবদুল আজিজ নামের আরেক ছাত্রলীগ কর্মী। আহত আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বুধবার রাত ৮টার দিকে শাহমীরপুর গ্রামে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ড হয়নি কিংবা আসামিও পুলিশ গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুই ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসীরা শাহমীরপুর এলাকায় অতর্কিতভাবে হামলা চালান। এই ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে পুলিশ কিছুই জানতে পারেননি। তবে নেশাগ্রস্ত মাদকসেবী অথবা দলীয় কোন্দলের কারণে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। আহত আবদুল আজিজ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মুছার পুত্র।
×