ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০১৮

শেরপুরে স্কুলছাত্রীকে  ধর্ষণের পর হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ সেপ্টেম্বর ॥ বিনা আক্তার (১৫) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ যুবকের মৃত্যুদ- হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হচ্ছে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মোঃ আমানুল্লাহ (২৩), নুরে আলম (২৮) ও কালু মিয়া (৩০)। এদের মধ্যে কালু মিয়া পলাতক রয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হারুনুর রশিদ (২৮), আনোয়ার হোসেন আনু (১৮) ও সুন্দরী বেগম (৩৬) নামে মামলার অপর ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের শফিকুল শেখের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিনা আক্তারের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্থানীয় বখাটে যুবক মোঃ আমানুল্লাহ। ওই সম্পর্ক বিনার মা-বাবা মেনে না নেয়ায় ২০১৬ সালের ৯ জুলাই কালু মিয়া বিনা আক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে আমানুল্লাহর হাতে তুলে দেয়। পরে আমানুল্লাহ বিনা আক্তারকে বিভিন্ন জায়গায় রেখে ধর্ষণ করে এবং এক পর্যায়ে মুখে এসিড ঢেলে, যৌনাঙ্গে গাছের ডাল ঢুকিয়ে নির্যাতন করে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে।
×