ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহেশপুরে মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

মহেশপুরে মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ সেপ্টেম্বর ॥ ঝিনাইদহ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক কূটনীতিক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলী দিনব্যাপী মোটরসাইকেল ও মোটর শোভাযাত্রা বের করেন। এ শোভাযাত্রা মঙ্গলবার সকাল-সন্ধ্যা কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া দেয়। সকালে কোটচাঁদপুর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল ও পিক-আপ নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। ব্যারিস্টার মোহাম্মদ আলীর নেতৃত্বে মাইক্রো, মোটরসাইকেল ও পিক-আপ যোগে হাজারো মানুষ এই শোডাউনে যোগ দেন। এ শোডাউনটি কোটচাঁদপুর পৌরসভা হয়ে মহেশপুরের এস বি কে ইউনিয়ন, পৌর শহর, নাটিমা, বাঁশবাড়িয়া, শ্যামকুড়, পান্তাপাড়া, ফতেপুর ইউনিয়ন, কোটচাঁদপুরের সাফদারপুর, দোড়া, কুশনা, বলুহর ও এলাঙ্গী ইউনিয়ন ঘুরে কোটচাঁদপুর শহরের মেইন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। রাস্তায় বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতা করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি জনগণকে কোন কথায় কান না দিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণকে দেয়া সব ওয়াদা পূরণ করেছেন। তিনি প্রতিটি বাড়িতে বিদ্যুত সংযোগ, উপবৃত্তি প্রদান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মেয়েদের বাইসাইকেল বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র তৈরি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণসহ নানা দিক তুলে ধরে প্রচার করেন। তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সব ভেদাভেদ ভুলে নৌকা মার্কাকে বিজয়ী করতে নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
×