ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

আদমদীঘিতে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৭ সেপ্টেম্বর ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি ও দুপচাচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ৫ জন ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। উঠান বৈঠক, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সভা-সমাবেশসহ নানাভাবে গণসংযোগের মাধ্যমে বিএনপির দুর্গে বড় ধরনের নাড়া দিতে সক্ষম হয়েছেন। নেতা ও কর্মী-সমর্থকদের দাবি এবার নৌকা মার্কার প্রার্থী দিলে জয়লাভ নিশ্চিত। আওয়ামী লীগের প্রবীণ কর্মী ও সমর্থকরা জানান, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর আওয়ামী লীগের জন্য ‘অপয়া’ আসনের পরিচিতি লাভ করে এই আসনটি। তৎকালীন স্থানীয় নেতাদের রাজনৈতিক ভুল ও নানা অপকর্মের কারণে আসনটি হাত ছাড়া হয়ে যায়। সেই সঙ্গে কঠিন দুর্দিনে পড়ে আওয়ামী লীগের রাজনীতি। এমন অবস্থায় ’৯৫ সালে দলের হাল ধরেন লায়ন আনছার আলী মৃধা নামের এক ধনাঢ্য ব্যবসায়ী। তিনি অল্প কয়েক বছরে মৃতপ্রায় আওয়ামী লীগকে চাঙ্গা করে তোলেন। তাকে ’০১, ’০৮ ও ’১৪ সালে নৌকার মনোনয়ন দেয়া হলেও পরে বাতিল হয়; কখনও ‘জেনারেল’ আবার কখনও মহাজোট ঝড়ে। আসন্ন নির্বাচনে এই আসনটিতে নৌকা না লাঙ্গল দেয়া হবে তা কারো জানা না থাকলেও নৌকার মনোনয়ন পাওয়ার আশায় মাঠ চষে বেড়াচ্ছেন ৫ জন। এদের মধ্যে মরহুম আনছার আলী মৃধার ছেলে মারুফ রাব্বী মুধা বাবার ইমেজ ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবং আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু দলীয় নানা কর্মসূচী পালন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ চালাচ্ছেন। সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক অজয় কুমার সরকার উঠান বৈঠক করে সরকারের উন্নয়ন কর্মকা- ও সফলতা প্রচার করছেন। জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও পদযাত্রা কর্মসূচী ও সরকারে সফলতা প্রচারের মাধ্যমে গণসংযোগ করছেন। আরেক মনোনয়ন প্রত্যাশী আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানী ড. জামিলুর রশিদ তালুকদার লিফলেটে তার ভীষণ তুলে ধরা ছাড়াও শেখ হাসিনা সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকা- প্রচার করছেন। এই আসনে মহাজোটের শরিক জাপার বর্তমান এমপি এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার ছাড়াও অপর নেতা এ্যাডভোকেট সামছুর রহমানসহ একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী। ২০০১ ও ২০০৮ সালে নির্বাচিত বিএনপির আব্দুল মোমেন তালুকদার খোকা, মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক থাকায় এবার মনোনয়ন প্রত্যাশী হয়েছেন তার ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
×