ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে জরুরী ১৬ ফাইল ছাড় করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্র থেকে জরুরী ১৬ ফাইল ছাড় করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত। সেখান থেকে এ পর্যন্ত তিনি ষোলোটি জরুরী ফাইল ডিজিটালি ছাড় করেছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নিউইয়র্কে কর্মব্যস্ততা সত্ত্বেও প্রধানমন্ত্রী ডিজিটালি তার কার্যালয় চালাচ্ছেন এবং নিয়মিত ফাইল ছাড় করছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার পর থেকে ষোলোটি গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ফাইল (ই-ফাইল) ছাড় করেছেন। এর আগে তিনি তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সকল গুরুত্বপূর্ণ ফাইল তার কাছে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
×