ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ প্রতিষ্ঠার যুগপূর্তি উদ্যাপন

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ প্রতিষ্ঠার যুগপূর্তি উদ্যাপন

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের ‘সাফল্যের একযুগ পূর্তি’ উদ্যাপন এবং জন্ম জয়ন্তী বুধবার ঢাকা সেনানিবাস্থ ‘প্রয়াস হল’-এ উৎসবমুখর আয়োজনের মাধ্যমে পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের ‘শুভ উদ্বোধন’ করেন এবং সাফল্যের এক যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রকাশনা ‘স্বপ্ন আমার আকাশ ছুঁয়ে যায়...’ বই এর মোড়ক উন্মোচন করেন। বিশেষ শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রয়াসের কার্যনির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোঃ শহীদুল আলম, এসজিপি। -আইএসপিআর
×