ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবজমিনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

মানবজমিনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একই সংগঠনের দফতর সম্পাদক মোঃ এমদাদুল হক ঢাকা সিএমএম আদালতে মানহানির অভিযোগে এ মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা শুনানি শেষে ৭ কার্যদিবসের মধ্যে তেজগাঁও থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের এ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার ও আফরোজা শাহনাজ পারভীন হিরা মামলা এবং আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর দুই আসামি হলেন পত্রিকাটির প্রকাশক মাহবুবা চৌধুরী ও প্রকাশিত সংবাদের প্রতিবেদক রুদ্র মিজান। গত ২৭ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগ নেতার চাঁদা দাবি, আঞ্জুমানের ভবন নির্মাণ বন্ধ’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
×