ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাই অন্যরকম প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৫:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৮

চাই অন্যরকম প্রেসিডেন্ট

পুলিৎজার জয়ী মার্কিন ইতিহাসবিদ ডরিস কেয়ার্ন গুডউইন দীর্ঘদিন ওভাল অফিস খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি ১৯৬০ এর দশকে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ইন্টার্ন হিসেবে কাজ করেন। সম্প্রতি ‘লিডারশিপ ইন টারবুলেন্ট টাইমস’ নামে তার একটি বই বেরিয়েছে। তিনি এতে নমিনেশনের বর্তমান রীতি যেমন বিতর্কে জেতা বা বেশি তহবিল সংগ্রহ করার মতো বিষয়ে পরিবর্তন আনার পরামর্শ চেয়েছেন -সিএনএন ‘অমিতাভকে ভোটে দাঁড় করিও না’ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা তার জীবনের প্রায় শেষের দিকে ছেলে রাজীব গান্ধীকে বলেছিলেন, ‘আর যাই কর, অমিতাভকে কখনও ভোটের রাজনীতিতে এনো না।’ এআইসিসির সাধারণ সম্পাদক রাজীব তখন ছেলেবেলার বন্ধু বলিউড তারকা অমিতাভ বচ্চনকে লোকসভা ভোটে কংগ্রেসের টিকেট দেয়ার চিন্তাভাবনা করছিলেন। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা বই ‘নেতা অভিনেতা: বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স’ বইটিতে একথা বলা হয়েছে -মুম্বাই মিরর
×