ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদির স্বপ্নের বুলেট ট্রেন লাইনচ্যুত !

প্রকাশিত: ০৫:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

মোদির স্বপ্নের বুলেট ট্রেন লাইনচ্যুত !

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোর যেটা বুলেট ট্রেন প্রজেক্ট হিসেবে পরিচিত সেটি বাঁধার মুখে পড়েছে। আর্থিক সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এই প্রকল্পের জন্য তহবিল ছাড় বন্ধ করে দেয়ায় এ বাধার সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণের প্রক্রিয়ার বিষয়ে কৃষকদের প্রতিবাদ সম্ভবত জাইকার মতো পরিবর্তনে ভূমিকা রেখেছে বলে মিডিয়াকে বলেছেন অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা। জাইকা এই প্রকল্পের জন্য মাত্র ১২৫ কোটি রুপী দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রজেক্টের জন্য ৮০ হাজার কোটি রুপী দেয়ার কথা। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ১ লাখ কোটি রুপী। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাইকা দাবি করেছে মোদি সরকার প্রথমে কৃষকদের বিষয়টির সুরাহা করুক। -ন্যাশনাল হেরাল্ড দুই রাষ্ট্র সমাধান থেকে এখনও সরে যাননি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে দুই রাষ্ট্র সমাধানের ধারণা বাদ দেননি। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের পার্শ্ব আয়োজনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে তার মতামত তুলে ধরেন। দুই রাষ্ট্র সমাধান ফর্মুলায় তিনি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চান বলে তিনি জানান। সিএনএন। বুধবার জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প দুই রাষ্ট্র সমাধানের প্রসঙ্গটি তোলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ওই দ্বিপাক্ষিক বৈঠকে আগামী দুই অথবা তিন মাসের মধ্যে একটি শান্তি প্রক্রিয়া প্রকাশ করবেন বলে জানান ট্রাম্প। এক্ষেত্রে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে তিনি জানান।
×