ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ বছর ধরে তথ্যের খোঁজ দিতে অপ্রতিদ্বন্দ্বী গুগল

প্রকাশিত: ০৫:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৮

২০ বছর ধরে তথ্যের খোঁজ দিতে অপ্রতিদ্বন্দ্বী গুগল

বর্তমান সময়ে গুগল ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। যারা প্রতিনিয়ত ভার্চুয়াল জগত ঢু মারেন ভাবুন তো গুগল না থাকলে কি হত। এই গুগলই গতকাল পূর্ণ করেছে ২০ বছর। আর এই ২০ বছর পূর্তিতে গুগল নিয়ে আসছে নানা পরিবর্তন। ওয়েবসাইট। মোবাইলের চেহারা, মোবাইলের ব্যবহার কিংবা গেমস সব কিছু বদলাতে বড় ভূমিকা রেখেছে গুগল তার অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েডের মাধ্যমে। ১০ বছর আগেও এ্যান্ড্রয়েড যাত্রা করেনি। ধীরে ধীরে মোবাইল জগত নিজের কব্জায় নিয়েছে এ্যান্ড্রয়েড। কিন্তু ২০ বছর পূর্বে গুগল সার্চ ইঞ্জিন যাত্রা করলেও এর চেহারায় খুব একটা পরিবর্তন হয়নি। এই দৃশ্য গত ২০ বছর দেখা গেছে হয়ত কিছু আলাদা ফিচারসহ। কিন্তু গুগল তার নতুন নতুন আইডিয়া দিয়ে চমকে দেয়া প্রতিষ্ঠান। এক ইন্টারফেসে বসে থাকার পাত্র নয়। তাই এবার সার্চ রেজাল্টে আনতে যাচ্ছে ভিন্নতা। নতুন নতুন সুবিধা তো থাকছেই, থাকছে সার্চ রেজাল্টের চেহারায়ও পরিবর্তন। এখন থেকে সার্চ রেজাল্ট দেখা যাবে অনেকটা ফেসবুক বা ইনস্টাগ্রামের লুকে। শুধু তাই-ই নয়, আপনি চাইলে এসব সার্চ রেজাল্ট অনুসরণ বা ফলো করতে পারবেন। পারবেন আপনার সার্চ রেজাল্ট সেভ বা সংরক্ষণ করতে। এখন থেকে সার্চ রেজাল্টে শুধু ওয়েব লিংকই নয়, পাওয়া যাবে ছবি, স্টোরি কিংবা ভিডিও অথবা লেখা। আপনি এসবের যে কোনটিতে ক্লিক করে আপনার চাহিদা অনুসারে তথ্য নিতে পারবেন। গুগল সার্চ ইঞ্জিনের এআই বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আপনার সার্চে লেখা তথ্যকে আরও অর্থবহ করে তুলবে। এআই তার মতো করে আপনার পছন্দ অনুসারে ভিডিও খুঁজে রাখবে, আপনি না চাইলেও। তবে এসব ফিচারের প্রায় বেশিরভাগই কিন্তু স্মার্টফোনের জন্য। ডেস্কটপে এসব ফিচার পাওয়া যাবে না। তাছাড়া গুগল ফিড এখন থেকে ‘ডিসকভার’ নামে পরিচিত হবে। এই ডিসকভার আপনার সার্চকে আরও বিস্তৃত করবে। আপনি সার্চে কি পাচ্ছেন, কেন পাচ্ছেন সেটার ব্যাখ্যা থাকবে এখানে। তাছাড়া নতুন সার্চ সিস্টেমে প্রথমে আপনার সার্চের একটি সাধারণ তথ্য দেয়া হবে। আপনি চাইলে মোরে গিয়ে একে আরও বিস্তৃত করতে পারবেন।
×