ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৭:৩১, ২৭ সেপ্টেম্বর ২০১৮

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] ৬১। “বস্তু দেখার জন্য চোখ নিজে আলো পাঠায়” একথা কে বিশ^াস করতেন? উত্তর: টলেমি ৬২। পরমাণুর নিউক্লিয়াস কীরূপে আহিত থাকে? উত্তর: ধনাতœকভাবে ৬৩। পরমাণুর নিউক্লিয়াস কী দ্বারা গঠিত? উত্তর: প্রোটন ও নিউট্রন ৬৪। পদার্থবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা আমাদের কোন ক্ষমতা বৃদ্ধি করতে পারি? উত্তর: পর্যবেক্ষণ ৬৫। স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন কে? উত্তর: ইউক্লিড ৬৬। গ্যালিলিও তাঁর সৃতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে? উত্তর: গতি ও ত্বরণের সূত্রে ৬৭। কীসের মাধ্যমে স্থান ও কালের ধারণা আরো স্পষ্ট ও পরিমাণগত রূপ গ্রহণ করেছে? উত্তর: নিউটনের বলবিদ্যার ৬৮। “সময় বা কাল নিজস্ব ধারায় প্রবাহিত হবে”Ñ এটি কার ধারণা? উত্তর: নিউটনের ৬৯। নিউটনীয় স্থান কালের ধারণা কী? উত্তর: আমাদের এই মহাবিশ^ ত্রিমাত্রিক স্থান ও একমাত্রিক সময় নিয়ে গঠিত। ৬৯। আধুনিক পদার্থবিজ্ঞানে নিউটনীয় স্থান কালের ধারণার পরিবর্তন এসেছে কোন তত্ত্বের কারণে? উত্তর: আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং প্ল্যাাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কারণে ৭০। রাশি কাকে বলে? উত্তর: এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ৭১। মৌলিক রাশি কাকে বলে? উত্তর: যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। ৭২। মৌলিক একক কয়টি? উত্তর: ৭টি ৭৩। লব্ধ রাশি কাকে বলে? উত্তর: যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। ৭৪। মৌলিক রাশিগুলোর নাম লিখ। উত্তর: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ ৭৫। বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, তড়িৎ বিভব এত্যাদি কোন ধরনের রাশি? উত্তর: লব্ধ রাশি ৭৬। পরিমাপের একক কাকে বলে? উত্তর: যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক। ৭৭। কত সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়? উত্তর: ১৯৬০ সালে ৭৮। দৈর্ঘ্যরে এসআই একক কী? উত্তর: মিটার ৭৯। ভরের এসআই একক কী? উত্তর: কিলোগ্রাম ৮০। সময়ের এসআই একক কী? উত্তর: সেকেন্ড ৮১। তাপমাত্রার এসআই একক কী? উত্তর: কেলভিন ৮২। তড়িৎ প্রবাহের এসআই একক কী? উত্তর: অ্যাম্পিয়ার ৮৩। দীপন তীব্রতার এসআই একক কী? উত্তর: ক্যান্ডেলা ৮৪। পদার্থের পরিমাণের একক কী? উত্তর: মোল ৮৫। ১ মিটার কাকে বলে? উত্তর: শূন্য স্থানে আলো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বা মিটার বলে। ৮৬। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর: ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে ১ কিলোগ্রাম বা কিলোগ্রাম বলে। ৮৭। ১ সেকেন্ড কাকে বলে? উত্তর: একটি সিজিয়াম Ñ ১৩৩ পরমাণুর ৯ ১৯২ ৬৩১ ৭৭০টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বা সেকেন্ড বলে। ৮৮। ১ কেলভিন কাকে বলে? উত্তর: পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ভাগকে ১ কেলভিন বা কেলভিন বলে। ৮৯। ১ অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তর: শূন্য স্থানে ১ মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যরে এবং উপেক্ষণীয় বৃত্তকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতিমিটার দৈর্ঘ্যে ২ ঢ ১০-৭ নিউটন বল উৎপন্ন হয় তাকে ১ অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার বলে। ৯০। ক্যান্ডেলা কাকে বলে? উত্তর: ক্যান্ডেলা হচ্ছে সেই পরিমাণ দীপন তীব্রতা যা কোনো আলোক উৎস একটি নির্দিষ্ট দিকে ৫৪০ ঢ ১০১২ হার্জ কম্পাঙ্কের এক বর্ণী বিকিরণ নিঃসরণ করে এবং ঐ নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি স্টেরেডিয়ান ঘনকোণে ওয়াট।
×