ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৭:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। ১. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে প্রথম তুলে ধরেন i. Marshall McLuhan ii. Bill Gates iii.Steve Jobs iv. Mark Jukerbarg ২. ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি? ক. ভয়েস ইন্টারোপেরাবিলিটি প্রসেস খ. ভয়েস অন ইন্টারনেট প্রসেস গ. ভয়েস ওভার ইন্টারোপেরাবিলিটি প্রটোকল ঘ. ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ৩. জড়নড়ঃ শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ জড়নড়ঃধ হতে যার অর্থ হলো- ক. লৌহ মানব খ. শ্রমিক গ. স্বয়ংক্রিয় যন্ত্র ঘ. যন্ত্রচালিত মানুষ ৪. ভার্চুয়াল রিয়েলিটি মূলত- র. কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত রর. একটি হাই কোয়ালিটির ভিডিও গেমস ররর. একটি থ্রিডি ভিডিও নিচের কোনটি সঠিক? ক. র খ. ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৫. গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস- র. ফ্রিল্যান্সার ডট কম রর. ইল্যান্স ররর. গুরু নিচের কোনটি সঠিক? ক. রর খ. র, রর ও ররর গ. র ও ররর ঘ. ররর ৬. চাকুরীজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়, কারণ এ পদ্ধতিতে- র. যাতায়ত বাবদ খরচ কম হয় রর. উপার্জন করা যায় ররর. সময়ের সাশ্রয় হয় নিচের কোনটি সঠিক? ক. রর ও ররর খ. র ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর ৭. রোবট ব্যবহৃত হয় যে সব কাজে- র. কলকারখানার জিনিসপত্র পরিবহনে রর. যন্ত্রাংশ সংযোজনে ররর. যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে নিচের কোনটি সঠিক? ক. রর খ. র, রর ও ররর গ. র ও ররর ঘ. ররর ৮. কোনটি ইন্টারনেট সংযোগকারী সামগ্রী নয়? ক. মডেম খ. টেলিফোন লাইন গ. সফ্টওয়্যর ঘ. প্লটার ৯. কম্পিউটার নেটওয়ার্ক র. কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয় রর. টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত হয় ররর. ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র, রর ও ররর গ. রর ও ররর ঘ. র ও ররর ১০.ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয়? ক. ই-কমার্স খ. আইটসোর্সিং গ. ই-বিজনেস ঘ. ই-গভর্নেন্স ১১.কোন পদ্ধতিতে অপঃঁধঃড়ৎ ব্যবহৃত হয়? ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ.ন্যানো টেকনোলজি গ. রোবটিক্স ঘ.বায়োইনফরমেটিক্স ১২.কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ক. ক্রায়োসার্জারি খ. ভার্চুয়াল রিয়েলিটি গ. ইন্টারনেট ঘ. ভিডিও কনফারেন্সিং ১৩.উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ক. বায়োমেটিক্স খ. ভার্চুয়াল রিয়েলিটি গ. ন্যানোটেকনোলজি ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও : মিহির স্যার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ল্যাবের সামনে দাড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে তিনি সকল ছাত্রদের বিশেষ ধরনের হেলমেট পড়িয়ে দিল। ফলে সকল শিক্ষার্র্থীরা সাফারী পার্কে ঘুরে বেড়ানোর অনুভুতি পেল। ১৪.মিহির স্যার কোন পদ্ধতিতে ল্যাবে প্রবেশ করলেন? ক. বায়োমেটিক্স খ. বায়োইনফরমেটিক্স গ. ন্যানোটেকনোলজি ঘ. রোবটিক্স ১৫.উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীরা দেখতে পেলেন র. দ্বি-মাত্রিক দৃশ্য রর. ত্রি-মাত্রিক দৃশ্য ররর. কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য নিচের কোনটি সঠিক? ক. র, রর খ. র ও ররর গ. রর, ররর ঘ. র, রর ও ররর ১৬.ফটোডিটেক্টরের কাজ কী? ক. অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা খ. ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা গ. বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা ঘ. আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা ১৭. ওঈঞ পূর্ণরূপ কী ক. Internal Communication Technology খ. International Communication Technolgy গ. Information Communication Technology ঙ. Infromation and Communication Technology ১৮.বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক. ব্যবসা ক্ষেত্রে খ. শিক্ষা ক্ষেত্রে গ. কৃষি ক্ষেত্রে ঘ. নিরাপত্তা ক্ষেত্রে ১৯. শরীরবৃত্ত বায়োমেট্রিক্স হলো- র. ফিঙ্গার প্রিন্ট রর. ডি এন এ ররর. ব্যক্তির আচরণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২০. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে কী বলে? ক. বৈশ্বিক ভিলেজ খ. ভিলেজ গ. গ্লোবাল ভিলেজ ঘ. বিশ্ব ব্রহ্মান্ড উত্তরপত্র: ১-ক, ২-ঘ, ৩-খ, ৪-ঘ, ৫-খ, ৬-ঘ, ৭-খ, ৮-ঘ, ৯-খ, ১০-খ, ১১-গ, ১২-খ, ১৩-ঘ, ১৪-ক, ১৫-গ, ১৬-ঘ, ১৭-ঘ, ১৮-ঘ, ১৯-ক, ২০-গ।
×