ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘অন্তহীন অপেক্ষা’

প্রকাশিত: ০৭:১১, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বিশেষ নাটক ‘অন্তহীন অপেক্ষা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে একঘণ্টার বিশেষ নাটক ‘অন্তহীন অপেক্ষা’। সৈয়দ ইকবালের রচনায় নাটক পরিচালনা করেছেন এই সময়ের তরুণ নির্মাতা নাজমুল রনি। সম্প্রতি নগরীর উত্তরায় নাটকটির শূটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকে ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন জাহারা মিতু আর বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী। আর সজলকে দেখা যাবে তাদের ফুফাতো ভাইয়ের চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, গুলশান আরা প্রমূখ। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। ‘অন্তহীন অপেক্ষা’ নাটকের গল্পে দেখা যাবে মা-মরা দুই বোনের মধ্যে বড় বোন সবসময়ই স্যাক্রিফাইস মাইন্ডেড। কিন্তু ছোটবোন কোন কিছুতে একবিন্দুও ছাড় দিতে প্রস্তুত নয়। সবকিছুই যেন তারই চাই। এক পর্যায়ে একমাত্র ফুফাতো ভাই যার কিনা বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, তাকেও বিয়ে করার জেদ ধরে সে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় ‘অন্তহীন অপেক্ষা’ নাটকের গল্প।
×