ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলরত্ন পুরস্কার পেলেন বিরাট কোহলি

প্রকাশিত: ০৭:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

খেলরত্ন পুরস্কার পেলেন বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘খেলরত্ন’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দেশের হয়ে ক্রিকেটে একের পর সাফল্যের জন্য ‘রাজিব গান্ধী খেলরতœ পুরস্কার’ প্রদান করা হয় তাকে। এবার ভারোত্তোলনে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী মিরাবাই চানুর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন কোহলি। মঙ্গলবার দিল্লীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কভিন্দের হাত থেকে এবারের ‘রাজীব গান্ধী খেলরতœ পুরস্কার’ গ্রহণ করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলা আর একের পর এক কীর্তি গড়ার কারণেই তাকে খেলরত্ন পুরস্কার দেয়া হয়। বর্তমানে আইসিসি’র টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান কোহলি। এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও কোহলি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার হাতে ওঠেনি মর্যাদার এ পুরস্কার। গতবার অলিম্পিকের বছর হওয়ায় কোহলিকে খেলরত্নের পুরস্কার না দিয়ে পিভি সিন্ধু, সাক্ষী মালিকদের এই সম্মান দেয়া হয়েছিল। এবারও তার ধারাবাহিক পারফর্মেন্স দেখে তাকে খেলরতœ করতে প্রস্তাব করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কোহলির সঙ্গে থাকা মিরাবাই চানু ২০ বছর পর বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দেয়ায় খেলরতেœর পুরস্কার পান। এছাড়া গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন চানু। ভারতীয় তৃতীয় কোন ক্রিকেটার হিসেবে মর্যাদার ‘খেলরতœ’ পুরস্কারে সম্মানিত হয়েছেন কোহলি। এর আগে কিংবদন্তি শচীন টেন্ডুলকর (১৯৯৭-৯৮) এবং প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০০৭ সালে মর্যাদার এ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
×