ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উহান ওপেন থেকে কেভিতোভা-কারবারের বিদায়

প্রকাশিত: ০৭:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮

উহান ওপেন থেকে কেভিতোভা-কারবারের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ উহান ওপেনে ঘটেই চলছে অঘটন। টুর্নামেন্টের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। মঙ্গলবার স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। তার সঙ্গে দ্বিতীয়পর্ব থেকে বিদায় নিয়েছেন হল্যান্ডের কিকি বার্টেন্স, চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাও। একদিন পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এ্যাঞ্জেলিক কারবার এবং পেত্রা কেভিতোভাও। ২০১৬ সালে টেনিস কোর্টে আলো ছড়িয়েছিলেন এ্যাঞ্জেলিক কারবার। সে বছরে দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছিলেন এই জার্মান তারকা। কিন্তু দুর্ভাগ্য তার। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। গত বছরটা একদম বাজে কেটেছিল তার। তবে এ বছরেই স্বরূপে ফেরার ইঙ্গিত দেন কারবার। উইম্বলডনের চ্যাম্পিয়নও হন তিনি। তবে উহান ওপেনের তৃতীয় রাউন্ডেই জয়রথ থেমে যায় তার। তাও আবার অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টির কাছে হেরে বুধবার উহান ওপেন থেকে বিদায় নেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। গত মৌসুমে উহান ওপেনের ফাইনালে উঠেছিলেন এ্যাশলে বার্টি। কিন্তু ক্যারোলিন গার্সিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। তবে এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে চলেছেন তিনি। দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন বার্টি। তৃতীয় রাউন্ডের ম্যাচে বুধবার তিনি ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেন উইম্বলডনের চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবারকে। সেই সঙ্গে এক বছরের মধ্যে এই প্রথম কোন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা খেলোয়াড়কে হারালেন এ্যাশলে বার্টি। এর আগে গত বছর এই উহান ওপেনেই টপ টেনের তিন খেলোয়াড়কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। হারিয়েছিলেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোকে। উহান ওপেনের তৃতীয় রাউন্ডে কারবারকে হারিয়ে দারুণ খুশি বার্টি। ম্যাচে তাৎক্ষণিক দেয়া এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার বিপক্ষে খেলাটা সবসময়ই খুব কঠিন। কেননা সে বিশ্বের সেরা একজন খেলোয়াড়। তবে একটা কথা ঠিক এখানে আপনাকে উপভোগ করতে হবে এবং সম্ভাব্য সেরাটা দিয়েই চেষ্টা করতে হবে। কেবল তখনই ফলাফল আপনার পক্ষে আসবে। গত বছর এখানে খুব ভাল খেলেছিলাম । অসাধারণ একটা সপ্তাহ কেটেছিল সেবার। বিস্ময়কর কিছু স্মৃতি আছে আমার। সুন্দর এই টুর্নামেন্টে ফেরাটা দারুণ ব্যাপার। এবারও বেশ ভাল খেলছি। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই।’ দিনের আরেক ম্যাচে এনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত ৩-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে হারান পেত্রা কেভিতোভাকে। গত এপ্রিলের পর এটাই তার সেরা পারফর্মেন্স। সেবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় গারবিন মুগুরুজাকে হারিয়েছিলেন তিনি। এবার পঞ্চম বাছাই কেভিতোভাকে হারিয়ে শেষ আটের জায়গা করে নেন রাশিয়ান তারকা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৯ নাম্বার খেলোয়াড় পাভলিউচেঙ্কোভা। প্রতিপক্ষকে হারাতে এদিন দুই ঘণ্টারও বেশি সময় নেন তিনি। দুইবারের উইম্বলডনের চ্যাম্পিয়ন কেভিতোভাকে হারিয়ে দারুণ খুশি রাশান তারকা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘শীর্ষ পাঁচের বিপক্ষে জয়। নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক বড় কিছু। পেত্রা অনেক বড় প্রতিপক্ষ, এটা জেনেই তার বিপক্ষে খেলতে নামি।’ কারবার-কেভিতোভার সঙ্গে উহান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভা এবং রাশিয়ার দারিয়া কাসাতকিনাও। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন বেলারুশ সুন্দরী এ্যারিনা সাবালেঙ্কা।
×