ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালবীজ রোপণ

প্রকাশিত: ০৬:৫২, ২৭ সেপ্টেম্বর ২০১৮

তালবীজ রোপণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৬ সেপ্টেম্বর ॥ বুধবার সকালে কেশবপুরের বিভিন্ন সড়কের পাশে স্কুলের ছাত্র-ছাত্রীদের ৬ লাখ তাল গাছের বীজ রোপণের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান জানান, প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সব সরকারী সড়কের দু’পাশে তালের বীজ রোপণের পরিকল্পনা নেয়া হয়। তিনি উপজেলার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের তালের বীজ সংগ্রহ করতে পুরস্কারের ব্যবস্থা করেন। তিন লাখ বীজ সংগ্রহ করার লক্ষ্যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। অথচ কোমলমতি ছাত্র-ছাত্রীরা ছয় লাখ তালের বীজ সংগ্রহ করেছে। একই দিনে একযোগে সারা কেশবপুরের প্রতিটা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিকটস্থ সড়কে বীজ রোপণে ব্যবস্থা করা হয়। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৬ সেপ্টেম্বর ॥ বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলা মিলনায়তনে ৮০ জনের মধ্যে ৫৪টি সেলাই মেশিন, ২০টি ছাগল, ৫টি ভ্যান গাড়ি ও ১টি রিক্সা বিতরণ করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি, মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, ওমর ফারুক।
×