ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

সাতক্ষীরায় ছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজছাত্র গৌতম সরকার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। এ মামলায় অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার ভাড়ুখালী গ্রামের রুপচান গাজীর ছেলে নাজমুল গাজী (২৫), একই গ্রামের করিম হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন (৩০), দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে আলী আহম্মেদ শাওন (১৯) ও সদর উপজেলার মহাদেবনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে সাজু হোসেন (২০)। তবে, জামিনে মুক্তি পাবার পর দ-িত আসামি আলী আহম্মেদ শাওন ও সাজু হোসেন পলাতক রয়েছে। জানা যায়, দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গনেশ সরকারের ছেলে গৌতম সরকারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসামিরা। গৌতম সীমান্ত ডিগ্রী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এ সময় মুক্তিপণের টাকা না পেয়ে তার মুখে গুলের তামাক ঢুকিয়ে টেপ এঁটে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। পরে হাতে পায়ে ইট ঝুলিয়ে বস্তার মধ্যে রেখে গৌতমের লাশ ফেলে দেয়া হয় স্থানীয় মোকলেছুর রহমানের পুকুরে। এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামি আলি আহমেদ শাওন ও শাহাদাত হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ১৭ ডিসেম্বর তার গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা গনেশ সরকার ১০ আসামির নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। সুনামগঞ্জ নিজস্ব সংবাদদাতা সুনামগঞ্জ থেকে জানান, শহরতলীর মাইজবাড়ি গ্রামে ‘প্রেমিকার সম্মুখে প্রেমিক কর্তৃক অপমানের প্রতিশোধ’ নেয়ার ঘটনায় যুবক খুন হওয়ার আলোচিত মামলায় এক আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তাকে আরও ২০ হাজার টাকা অর্থদ-ও দেয়া হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলার তিন আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা এবং অন্যজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ফাঁসির দ-প্রাপ্ত আসামি হলেন, জেলার ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের পাকি মিয়ার ছেলে মোঃ বাদল মিয়া। সুনামগঞ্জ পৌরসভার নতুন হাছননগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে। অপর আসামি ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জানা যায়, ২০১৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল এলাকায় এক তরুণীকে নিয়ে ঘোরাফেরা করছিল ওই তিন যুবক। একটি ধর্মীয় অনুষ্ঠানের কাছে এমন কর্মকা- না করার জন্য তাদের নিষেধ করেন ইয়াকুব।
×