ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে ৯ সম্ভাব্য প্রার্থী গণসংযোগে ব্যস্ত

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

সোনারগাঁয়ে ৯ সম্ভাব্য প্রার্থী গণসংযোগে ব্যস্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য ৯ প্রার্থী মনোনয়ন পেতে গণসংযোগ, উঠান বৈঠক, বিনামূল্যে চিকিৎসা সেবা ও সভা-সমাবেশসহ নানামুখী প্রচার চালাচ্ছেন। এদের মধ্যে কয়েকজন নতুন করে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যুক্ত হয়েছেন। নতুনরাও গণসংযোগ করছেন। যতই দিন যাচ্ছে ততই তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেÑ সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল-কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাবেক উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড কমিশনের সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া, লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও শিল্পপ্রতি বজলুর রহমান। নতুন করে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় মহিলা লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিনা আক্তার ও সাবেক ছাত্র নেতা এ এইচ এম মাসুদ দুলাল। বহু আগ থেকেই এ আসনের মনোনয়ন পেতে নানা উপায় গণসংযোগ করে আসছেন সাবেক সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। বর্তমানে এ আসনের আওয়ামী লীগের ৯ প্রার্থীই মনোনয়ন পেতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তবে গত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনটি মহাজোটের কারণে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য নির্বাচিত হন। এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার জোর দাবি জানিয়েছেন। এবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হবে এমন আশাই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করে যাচ্ছেন। তাড়াশে নির্বাচনী মাঠে শিল্পপতি স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জের মাঠে ময়দানে আলোচনার বিস্তৃতি লাভ করেছে। যদিও নির্বাচন কমিশন এখনও নির্বাচনী তফসিল ঘোষণা করেনি। তবুও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ সম্ভাব্য তারিখ ধরে নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠে নেমেছেন। মাঠে আওয়ামী লীগ প্রার্থীাদের বিচরণ থাকলে এখনও মাঠে নেই বিএনপি, জাপাসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীর। তারপরও নির্বাচনী আলোচনায় সরগরম মাঠ। চায়ের দোকানে, রাস্তার মোড়ে মোড়ে সর্বত্রই আলোচনায় প্রাধান্য পাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশ্লেষণ হচ্ছে কে কোথায় প্রার্থী হচ্ছেন। সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ) নির্বাচনী এলাকায় বুধবার দিনভর তাড়াশে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান দিলু। তিনি বেশ কিছু দিন ধরে মাঠ চষে বেড়াচ্ছেন। পোস্টার সাঁটিয়ে লিফলেট বিতরণ করে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশের ভোটারের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান খেলাধুলায় ক্লাবসমূহে সহযোগিতা করছেন। তিনি দাবি করেছেনÑ দলের মনোনয়ন এবং সমর্থন পেলে সাধারণ ভোটাররা নির্বাচনে তাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে। দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীর চেয়ে তার অবস্থান তুলনামূলক ভাল। কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, ইমন তালুকদার এবং দলের দুর্দিনের কা-ারী বর্তমান এমপি আমজাদ হোসেন মিলন।
×