ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে নারীরাও ভোটের মাঠে

প্রকাশিত: ০৬:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বরিশালে নারীরাও ভোটের মাঠে

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ যুগ যুগ ধরে নানা কারণে চরমোনাই ইউনিয়নের নারীরা ঘরকুনো। জরুরী প্রয়োজন ছাড়া তাদের ঘরের বাইরে যেতে বারণ। সময়ের বিবর্তনে সেই নারীরা আজ রাজনীতির মাঠে অধিকারের কথা বলছেন। বাল্যবিয়ে রোধে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, অন্য নারীদের স্বাবলম্বীর দিকে নিয়ে আসছেন। সভা করছেন। বক্তব্য দিচ্ছেন। নৌকার পক্ষে তারা ভোটও চাইছেন। চরমোনাই ইউনিয়নের অবস্থান বরিশাল সদর উপজেলায়। এখানেই চরমোনাই পীরের জন্মস্থান। তাই নারীরা ছিলেন ঘরকুনো। ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল মাঠে শহীদ মিনারের পাশে স্থায়ী মঞ্চ। ওই মঞ্চ ঘিরেই বিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী আর দর্শক সবাই বিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর বিকেলে সেখানে গিয়ে দেখা গেছে ভিন্ন রকম দৃশ্য। মঞ্চে সভা চলছে। যেখানে নারীদের পাশাপাশি কিছু পুরুষের উপস্থিতি। তবে মঞ্চের সামনে রয়েছেন হাজার-হাজার নারী। তাদেরই একজন কহিনুর বেগম (২৭)। বিদ্যালয়ের দেয়াল ঘেঁষেই তার বাড়ি। তিনি বলেন, বিয়ের প্রায় ১৫ বছর পর স্কুল মাঠে এসেছি। এর আগে স্কুলে অনুষ্ঠান হয়েছে কিন্তু আমাদের সেখানে অংশ নেয়া পারিবারিকভাবে নিষেধ ছিল। আকলিমা বেগম মঞ্চে এসেই গড়গড় করে বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শুনে মনেই হয়নি তিনি মঞ্চে প্রথম উঠেছেন। পরে পাঁচজন নারী বক্তব্য দেন। যখন তারা স্বাবলম্বী হওয়ার কথা বলছিলেন, তখন মঞ্চের সামনে থাকা প্রায় পাঁচ হাজার নারী করতালি দিয়ে স্বাগত জানান। ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল-৫ সদর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস.আর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সালাহ্উদ্দিন রিপন। এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রার্থীর বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা অন্যদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার ব্যাপক আলোড়ন সৃষ্টি করা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালক আতিকুর রহমান আতিকের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে এসব বিলবোর্ড সাঁটানো হয়েছিল। যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের নির্বাচনী প্রচার বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতা আতিকুর রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ নিজের হার বুঝতে পেরে রাতের আঁধারে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে যুব নেতা আতিকের জনপ্রিয়তা কমানো যাবে না বরং এতে আতিকের প্রতি মানুষের আরও আস্থা বেড়েছে। জানা গেছে, বরিশাল-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিকের নির্বাচনী প্রচারে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় তার কর্মী সমর্থকরা ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে সর্বশেষ মঙ্গলবার রাতের আঁধারে বাবুগঞ্জ ও মুলাদীতে আতিকুর রহমানের ছবি সম্বলিত নির্বাচনী ব্যানার, পোস্টার ও বিলবোর্ড দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেছে।
×