ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মসাতকৃত ভাতার টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮

আত্মসাতকৃত ভাতার টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৬ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা বেগম আত্মসাত করা প্রতিবন্ধী ভাতার টাকা অবশেষে ক্ষমা প্রার্থনা করে ফেরত দিয়েছেন। তার বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতা আত্মসাত করার অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ জানানো হয়েছিল। বিনয়কাঠী ইউনিয়নের গগণ গ্রামের হুমায়ুন খানের পুত্র রুমান খানের নামে প্রতিবন্ধী ভাতা বরাদ্দ আসে। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর এই নারী ইউপি সদস্য রুম্মানের মাকে নিয়ে বিনয়কাঠী কৃষি ব্যাংক থেকে ৮২১ নং হিসাব থেকে ৮ হাজার ৪শ’ টাকা প্রতিবন্ধী ভাতা উত্তোলন করেন এবং রুম্মানের মা রেকসনা বেগমকে ২ হাজার টাকা রেখে ৬ হাজার ৪০০ টাকা দেয়। রুমানের মা ২ হাজার টাকা না দেয়ায় বিষয়টি প্রতিবাদ করলে ইউপি মেম্বর জানান ১৫ শ’ টাকা সমাজ সেবা অধিদফতর এবং ৫ শ’ টাকা তার খরচ হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে নিহত দুই, আহত ২ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুই জন। বুধবার বিকেলে কচুয়া উপজেলার বিলকুল গ্রামের আকুব্বর আলী নকিবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা হলেন, বিলকুল গ্রামের জয়নাল শেখের ছেলে রাজমিস্ত্রি হারেজ শেখ (৩২) এবং কাকাড়বিল গ্রামের সুমিজ উদ্দিন মোল্লার ছেলে তানজিল মোল্লা (৩৫)। আহতরা হলেন বিলকুল গ্রামের ছত্তার মোল্লার ছেলে মালেক মোল্লা (৪০) একই গ্রামের হাশেম শেখের ছেলে হালিম শেখ (৩৫)। দিনাজপুরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ খানসামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ফুফাত ভাইকে হত্যা করা হয়েছে। হত্যাকারী ও তার বাবা-মাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে খানসামা উপজেলার ৫নং ভাবকি চাকিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি খানসামা উপজেলার ৫নং ভাবকি চাকিনিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আটককৃতরা হলেন একই গ্রামের দুলু (৩০), তার বাবা ইলিয়াস আলী ও মা শহিদা বানু। স্থানীয় সূত্র জানায়, দুলু ও নিহত আমিনুল ইসলাম আপন মামাত-ফুপাত ভাই। দুলুর নানা ও আমিনুল ইসলামের দাদা প্রামাণিকের বাড়িতে বসবাস করে আসছিল।
×