ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৬ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী আতিয়ার রহমানকে (৪৭) মৃত্যুদ- দিয়েছে আদালত। সেই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানার আদেশ হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিউর রহমান এই রায় প্রদান করেন। তবে রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি পলাতক ছিল। উল্লেখ্য, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর রাতে যৌতুকের ৫০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় স্বামী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রামের সোনা শেখের ছেলে আতিয়ার রহমান তার স্ত্রী শাহানারা খাতুনকে নির্যাতন ও শ^াসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পর শাহানারা খাতুনের বড় ভাই সদর উপজেলার হররা মিঠন গ্রামের মনিরুজ্জামান বাদী হয়ে আতিয়ারসহ ৪ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মন্ত্রীপরিষদ সচিব ১ম ও ২য় শ্রেণীতে কোটা বাতিলের যে সুপারিশ করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাবির প্রধান ফটকের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাবি শাখা সভাপতি তারিকুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্র রায়ের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফকাত মন্জুর বিপ্লব বলেন, বর্তমান সরকার নেতৃত্বে যখন দেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করছে, ঠিক সেই মুহূর্ত কিছু লোক সরকারকে উস্কানি দিচ্ছে কোটা বাতিলের জন্য। তারা বলেন, সরকারের প্রতি আমরা আস্থাশীল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা না রেখে ৩য় ও ৪র্থ শ্রেণীতে কোটা রেখে আমরা কি কেরানী পিয়ন পদে চাকরি করব। যদি কোটা রাখতে হয় সবক্ষেত্রেই রাখতে হবে। বাতিল হলে সর্বক্ষেত্রে কোটা বাতিল চায় মুক্তিযোদ্ধা সন্তানরা।
×