ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমাবর্তন ঘিরে বর্ণিল রাবি

প্রকাশিত: ০৬:৪২, ২৭ সেপ্টেম্বর ২০১৮

সমাবর্তন ঘিরে বর্ণিল রাবি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আর মাত্র একদিন, তারপরেই হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মতিহারের সবুজ চত্ব¡র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তন। বহুল আকাক্সিক্ষত এই সমাবর্তনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই শিক্ষক-শিক্ষার্থী ও সমাবর্তন প্রত্যাশী গ্রাজুয়েটদের। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এবং গ্রাজুয়েটদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়টিতে সাজসাজ রব পড়েছে। বর্ণিল সাজসজ্জা আর শিক্ষক-শিক্ষার্থীদের প্রবল উৎসাহে ক্যাম্পাসে যেন বিরাজ করছে উৎসবের আবহ। জানা যায়, বহুল প্রতীক্ষিত এই সমাবর্তনের জন্য এক মাস আগে থেকেই শুরু হয় প্রস্তুতির এই বিশাল কর্মযজ্ঞ। এই আয়োজনকে সফল করতে কোন ত্রুটিই যেন রাখেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শুরু হয়েছে সমাবর্তন মঞ্চ নির্মাণের কাজ। ক্যাম্পাস জুড়ে চলছে আলোকসজ্জা ও শোভাবর্ধনের কাজ। এরই মধ্যে দুটি প্রশাসনিক ভবন, শহীদ মিনার, সাবাস বাংলাদেশ মাঠ, জুবেরী ভবন, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি), কেন্দ্রীয় মসজিদ, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, উপাচার্য বাসভবন, শের-ই-বাংলা ও বঙ্গবন্ধু হলসহ বেশ কয়েকটি ভবন রঙ করা হয়েছে। একাডেমিক ভবনগুলোর মধ্যে রবীন্দ্র কলাভবন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবন রঙ করার পাশাপাশি বাহারি ফুলের গাছ লাগানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের আশপাশের গাছগুলোতে রঙ করাসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার করা হয়েছে। ভবনগুলোতে ঝোলানো হয়েছে রঙিন ঝাড়বাতি, রাত হলেই ভেসে যাচ্ছে গোটা ক্যাম্পাস আলোক বন্যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী জানান, ১০ম সমাবর্তনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও আচার্য মোঃ আবদুল হামিদ। সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত এমিরেটাস অধ্যাপক আলমগীর মোঃ সিরাজউদ্দীন। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে আমন্ত্রিতদের গান গেয়ে শোনাবেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সমাবর্তনে অংশ নিচ্ছেন ৬ হাজার ৯ জন গ্রাজুয়েট। জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ১০ম সমাবর্তনে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রীতে ভূষিত করা হবে। বাংলা সাহিত্যে অবদান রাখায় রাবির সাবেক এই দুই শিক্ষার্থীকে এই সম্মাননা দেয়া হচ্ছে। সমাবর্তনের দিন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁদের ডিগ্রী প্রদান করবেন। ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসের ভেতর ও বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠানটি নির্বিঘেœ সাফল্যম-িত করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।
×