ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী আজ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম নিবেদিত সংগঠক, ময়েজউদ্দিনের ৩৪তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসক হুসেইন মোঃ এরশাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দল আহূত হরতালের মিছিলে নেতৃত্ব দেয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালালে ঘটনাস্থালেই তিনি শাহাদতবরণ করেন। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে : সকাল ৯টায় বনানী কবরস্থানে ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় কালীগঞ্জ সদরে শহীদ ময়েজউদ্দিনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ১১টায় কালীগঞ্জ সদরে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্র ভোজ, দুপুর ১টা ১০ মিনিটে কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ এবং কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়েনে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে। শহীদ ময়েজউদ্দিন বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে ১৯৩০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পিতা। ১৯৭০ এবং ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কালীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে যথাক্রমে প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। -বিজ্ঞপ্তি
×