ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই লাখ মানুষকে মিষ্টিমুখ করাবে ঢাকা দক্ষিণ যুবলীগ

প্রকাশিত: ০৬:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

দুই লাখ মানুষকে মিষ্টিমুখ করাবে ঢাকা দক্ষিণ যুবলীগ

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। বঙ্গবন্ধুকন্যার জন্মদিনে রাজধানীতে দুই লাখ মানুষকে মিষ্টিমুখ করাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এছাড়াও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ওই দোয়া অনুষ্ঠানে ৩০ হাজার যুবক অংশ নেবেন। এজন্য রাজধানীর মতিঝিলের আরামবাগ বাফুফে মাঠে (বালুর মাঠ) বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা মাঠটি পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন হিসেবে পালন করে যুবলীগ। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গরীব, অসহায় মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এজন্য রাজধানীর তিনটি প্রসিদ্ধ খাবারের দোকানে দুই লাখ প্যাকেট মিষ্টির অর্ডার দেয়া হয়েছে। ওই প্যাকেটে একটি মিষ্টি, একটি ছানার সন্দেশ, নিমকি, সিঙ্গারা, ছামুচা রাখা হবে। সকাল থেকেই রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা মানুষের মধ্যে এই প্যাকেট বিতরণ করবেন। ২৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে জুমার আগ পর্যন্ত বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জুমার নামাজ শেষে আলোচনা সভা, রক্তদান কর্মসূচী রাখা হয়েছে। দিবসটি সফলভাবে পালন করতে কয়েক দফা বর্ধিত সভা করা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালন করি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর উদ্যোগ গ্রহণ করেছি। এজন্য রাজধানীর তিনটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে দুই লাখ প্যাকেট মিষ্টির অর্ডার দেয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে প্যাকেটগুলো বিতরণ করবেন। একইসঙ্গে মতিঝিলের বাফুফের মাঠে ৩০ হাজার যুবকের উপস্থিতিতে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সুস্থাস্থ্য ও তাঁর সার্বিক মঙ্গল কামনায় অর্ধ দিনব্যাপী দোয়া, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
×